Happy Moment: কাজের বাড়িতে সকলকে মিষ্টিমুখ করালেন পরিচারিকা, কারণ জানলে আপনার চোখেও জল আসবে
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Happy Moment: একদিন সকালে আচমকাই এক বাক্স মিষ্টি হাতে কাজে আসেন গৃহ সহায়িকা। কারণ জিজ্ঞাসা করা হতেই তাঁর দু চোখে আনন্দাশ্রু।
জীবনের কিছু মুহূর্ত থাকে জলছবির মতো। সেরকমই এক ফ্রেমবন্দি মুহূর্তর কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এক ট্যুইটারেত্তি। তাঁর বাড়ির পরিচারিকা মিষ্টি খাইয়েছেন তাঁদের বাড়ির সকলকে। কী কারণে সকলকে মিষ্টিমুখ, সেটা জেনে নেটিজেনদের চোখ ও মন দুই-ই আর্দ্র। শুভ নামের ওই নেটিজেন জানিয়েছেন তাঁদের বাড়িতে একদিন সকালে আচমকাই এক বাক্স মিষ্টি হাতে কাজে আসেন গৃহ সহায়িকা। কারণ জিজ্ঞাসা করা হতেই তাঁর দু চোখে আনন্দাশ্রু।
ওই সহায়িকা জানান তাঁর ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। সেই আনন্দেই মিষ্টিমুখ। এই মুহূর্তের কথা ট্যুইটারে শেয়ার করেছেন শুভ। লিখেছেন, 'আমাদের গৃহ সহায়িকা এক বাক্স মিষ্টি হাতে আমাদের বাড়িতে আসেন। পরে এর কারণ মা জিজ্ঞাসা করায় তিনি বলেন তাঁর ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। কী আনন্দের মুহূর্ত।' পরে মন্তব্যের জায়গায় তিনি লেখেন, 'কিছু মুহূর্ত আমাদের কাছে কিছুই নয়। কিন্তু অন্যদের কাছে সব।'
advertisement
আরও পড়ুন : মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক
advertisement
Our maid just came to our place with a box of sweets with her, and later when my mom asked her the occasion she literally cried and said "didi bete ka english medium school me admission hogaya", such a wholesome moment.
— Shubh (@kadaipaneeeer) February 27, 2023
advertisement
তাঁর ট্যুইট-এর ভিউজ ছাপিয়েছে এর লক্ষ। এসেছে অগণিত মন্তব্য। নেটিজেনরাও শরিক হয়েছেন শুভ এবং তাঁদের গৃহ সহায়িকার আনন্দ মুহূর্তের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2023 9:23 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Happy Moment: কাজের বাড়িতে সকলকে মিষ্টিমুখ করালেন পরিচারিকা, কারণ জানলে আপনার চোখেও জল আসবে










