জানা গিয়েছে, দমদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এক বিয়ে বাড়ির ভিডিওটি। সেখানে এক পুরোহিতকে দেখা গিয়েছে পাত্র-পাত্রীকে হৃদয়ের শুদ্ধিকরণ ঘটিয়ে একে অপরকে মিলিয়ে দিতে। ডিজিটাল যুগে রীতিমতো হিন্দি এবং ইংরাজি ডায়লগ বলে বিবাহবন্ধনে আবদ্ধ করছেন নবদম্পতিকে। ওয়েডিং ওয়াও নামে সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে অসীম বড়াল নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেন। আর তারপরেই রীতিমতো তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ভাইরাল ভিডিও
মন্ত্র উচ্চারণের ফাঁকেই নব বর-বধূকে পুরোহিত বলছেন, "ইওর হার্ট ইজ মাই হার্ট, মাই হার্ট ইজ ইওর হার্ট। মেরি জিন্দেগি, তেরি জিন্দেগি। তেরি জিন্দেগি, মেরি জিন্দেগি।" পুরোহিতের কাণ্ড দেখে বিয়ের আসরে উপস্থিত আত্মীয় পরিজনরাও তখন হেসে লুটোপুটি। আবার অনেকেই অভিনব এই বিয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেই ভিডিও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ডিজিটাল পুরোহিত ২০২৩ আখ্যাও দেওয়া হচ্ছে এই পুরোহিত মশাইকে।
Rudra Narayan Roy