স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ বছরের যুবকের সঙ্গে গ্রামেরই এক ৪২ বছরের গৃহবধূর শারীরিক সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছর। ইতিমধ্যে তাঁরা তিন মাস দিঘাতেও কাটিয়ে এসেছেন। গৃহবধুর ২১ বছরের মেয়েটির বিয়েও হয়েছিল। কিন্তু ওই গৃহবধু সেই সম্পর্ক বাঁচিয়ে রাখতে মেয়ের সংসার নষ্ট করে আবার পুনরায় ওই যুবকের সঙ্গে বিবাহ দেন ছ'মাস পূর্বে। তারপর চলতে থাকে আবারও শারীরিক সম্পর্ক।
advertisement
আরও পড়ুনঃ শহরের ৯ প্রান্ত থেকে ঢুকবে ৯ বিশাল মিছিল, কিছুক্ষণেই ধর্মতলায় শুরু বামেদের মেগা সমাবেশ
এ দিন ২১ বছরের ওই যুবতী তাঁর মায়ের সঙ্গে তাঁর স্বামীর শারীরিক সম্পর্ক হাতেনাতে ধরে ফেলে। এই ঘটনার প্রতিবাদ করতেই মেয়েকে মারধর করে মা। তারপর গ্রামবাসীদের খবর দিলে তাঁরা এসে শাশুড়ি জামাইকে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এই ঘটনা জানাজানি হতেই তাঁদেরকে সামাজিক বয়কটের জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর করা হয়। এই খবর হাড়োয়া থানায় পৌঁছলে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাড়োয়া থানার পুলিশ। বিয়ের জামাই ও শাশুড়ি তাঁদের উদ্ধার করে হাড়োয়া থানায় নিয়ে যায় পুলিশ।
JULFIKAR MOLLA