আরও পড়ুন: যানজটে নাকাল বারাসত, জাতীয় সড়ক সম্প্রসারণ করেও সমাধান অধরা
উত্তর ২৪ পরগনার এই প্রান্তিক এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে। বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। অনেকেই পড়ে গিয়ে শরীরে আঘাত পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা রাস্তা সরানোর জন্য বারবার আবেদন জানালেও কোনও কাজ হয়নি।
advertisement
হিঙ্গলগঞ্জের এই বেহাল রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। বর্ষাকাল এই পথ চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। গ্রীষ্ম ও শীতকালে রাস্তা দিয়ে হাঁটলেই ধুলোয় সারা গা সাদা হয়ে যায়। এমন খারাপ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় কথা কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় খানাখন্দে গাড়ির চাকা পড়লেই ঝাঁকুনিতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী। সামনেই পঞ্চায়েত নির্বাচনে তার আগে এলাকার মানুষের একটাই প্রশ্ন, কবে তাঁদের রাস্তা সারানো হবে।
জুলফিকার মোল্লা