কাদায় পিছলে ইতিমধ্যেই হাত-পা ভাঙ্গা সহ বহু দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় মানুষদের তরফ থেকে রাস্তার বিষয়টি নিয়ে পূর্বতন বাম সরকারের আমল থেকে বর্তমান তৃণমূল সরকারের কাছে দাবি জানিয়েও মেলেনি কোন সুরাহা। বেহাল রাস্তা থেকে গিয়েছে বেহাল-ই। ভোট আসে, ভোট যায়। মেলে উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু, ভোট মিটে গেলেই কেমন যেন ভুলে যায় এই গ্রামের মানুষদের, আক্ষেপের সুরে জানালেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে, ভাঙ্গা রাস্তায় রোগীর অবস্থা আরো দুর্বিষহ হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন
খদ্রাবদ্রা ইট, গর্তে ভর্তি, কোথাও আবার অনেকটাই বসে গিয়েছে রাস্তা। একটু বৃষ্টি হলেই, পার্শ্ববর্তী খেতের জল রাস্তার উপরে উঠে যায়। আর সেই জল নামতে সময় নেয় বহুদিন। জল নেমে গেলেও হাঁটু পর্যন্ত কাদা নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। ভয়ে আত্মীয়স্বজনরাও আসা ছেড়ে দিয়েছেন গ্রামে। ইতিমধ্যে বেশ কয়েকবার প্রশাসনের আধিকারিকেরা এসে রাস্তাটি দেখে গেলেও, পরবর্তীতে কোন অজানা কারণেই আর এগোয়নি রাস্তা সংস্কারের কাজ।
আরও পড়ুনঃ দুর্দান্ত নজির! কি এমন করল বারাসত হাসপাতাল! জেনে নিন...
বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প বিশ্বাসের সাথে কথা বললে, মানুষের দুর্দশা ও সমস্যার কথা স্বীকার করে নিয়েই তিনি জানান, এই রাস্তা করার জন্য আবেদন জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এই রাস্তাটি করা হবে। তবে যতদিন না রাস্তা সংস্কার হচ্ছে ততদিন প্রশাসনের কোন আশ্বাস-ই আর মেনে নিতে পারছেন না এই গ্রামের মানুষজন।
Rudra Narayan Roy