আরও পড়ুন: বোমা বাঁধতে গিয়ে চরম সর্বনাশ! খবর পেয়েই এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
এদিন হাড়োয়ার বেশ কয়েকটি গ্রামে রুটমার্চ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেও রাজ্যের অন্যান্য এলাকার মতো বসিরহাট মহকুমার বেশ কিছু এলাকা থেকে রাজনৈতিক হিংসার খবর এসেছে। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখাঁয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে গিয়েছেন। দলের আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। স্বাভাবিকভাবেই এই ঘটনা কিছুটা হলেও চাপ বাড়িয়েছে রাজ্যের উপর।
advertisement
ভোট পরবর্তী হিংসার জন্য সাধারণ নাগরিকরাও নিরাপত্তার অভাব বোধ করছিল। সেই ভয় কাটাতেই পুলিশের উদ্যোগে চলছে রুট মার্চ। গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আশ্বস্ত করা হচ্ছে। এদিকে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় ভরসা পাচ্ছে গ্রামের মানুষ।
জুলফিকার মোল্লা