জানা গিয়েছে, ব্যারাকপুরের সেনা ছাউনিতে পরিচালক মেঘনা গুলজারের ছবি স্যাম বাহাদুর এর শ্যুটিং করতেই আসেন অভিনেতা ভিকি কৌশল। সোমবারই কলকাতায় এসেছেন ভিকি। আর তার পরই এদিন সিনেমার শুটিংয়ের জন্য ব্যারাকপুরের সেনা ছাউনিতে পা রাখেন তিনি। অভিনেতার শুটিং ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্যারাকপুর সেনা ছাউনি চত্বর। কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
advertisement
একবার অভিনেতাকে চোখের দেখা দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন রাস্তার ধারে। তবে বলিউড স্টারের দেখা এখনও কেউ পাননি স্থানীয় বাসিন্দারা। ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে শুটিং হওয়ার কারণেই সেভাবে নজরে আসছে না বলেই জানান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : মালগাড়ির ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক যুবক
সূত্রের খবর, ২২ থেকে ২৪ নভেম্বর ব্যারাকপুর সেনা অফিসারের বাংলোয় ছবির কিছু দৃশ্যের শুটিং করবেন ভিকি। সেই বাংলোর ভিতরেই সেট বানিয়ে নানা রকমের আলোর ব্যবহার করেই চলবে শুটিং। টানা কয়েক দিন এখানে থেকেই শুটিং করতে পারেন ভিকি বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী শেষ দিনের শ্যুটিং হওয়ার কথা রয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে।
আরও পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তে নগ্ন শরীরে ৫০ টিউব আঠা! পরকীয়ারত জুটিকে নৃশংস হত্যাকাণ্ডে ধৃত তান্ত্রিক
কলকাতার শুটিং শেষ করেই বলিউড সুপারস্টার ভিকি কৌশল সোজা উড়ে যাবেন উটিতে। সেখানেও ছবির কিছু অংশের কাজ আছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ভিকি কৌশলের বেশ কয়েকটি সিনেমা হিট হওয়ার কারণে নতুন প্রজন্মের দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এক পলকের জন্য ভিকিকে দেখতে বহু অনুরাগী ভিড় জমিয়েছেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট চত্বরে।






