আরও পড়ুন: পরপর ১০ বাড়িতে চুরি, পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল চোর
ধৃত আবদার মোল্লা পেশায় ভ্যানচাল। সে এবং অভিযোগকারী মহিলা দু’জনেই মিনাখাঁর বামনপুকুর পঞ্চায়েতের দক্ষিণ বামনপুকুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে জোর করে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আবদার মোল্লা। কিন্তু বধূর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে সে পালিয়ে যায়। এরপর প্রতিবেশীদের সাহায্যে ওই নির্যাতিতা বধূ মিনাখাঁ থানায় আবদার মোল্লার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন।
advertisement
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তারা মঙ্গলবার সকালে দক্ষিণ বামনপুকুর গ্রাম থেকেই আবদার মোল্লাকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবারই বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জুলফিকার মোল্লা