North 24 Parganas News: পরপর ১০ বাড়িতে চুরি, পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল চোর

Last Updated:

 উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায় চুরির ঘটনা। পরপর ১০ বাড়িতে চুরি। প্রথমে সাতটি বাড়ি এবং পরবর্তীতে আরও তিনটি বাড়িতে পরপর চুরি করল দুষ্কৃতীরদল।

চুরির সামগ্রী
চুরির সামগ্রী
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায় চুরির ঘটনা। পরপর ১০ বাড়িতে চুরি। প্রথমে সাতটি বাড়ি এবং পরবর্তীতে আরও তিনটি বাড়িতে পরপর চুরি করল দুষ্কৃতীরদল। চোরের উপদ্রবে এলাকায় পুলিশি নজরদারির পাশাপাশি বসানো হয়েছিল রাত পাহারা। অবশেষে, এদিন রাত্রে চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পরল এক চোর, আর তাকে ধরল পুলিশ। ধৃত চোরের কাছ থেকেই উদ্ধার হল লক্ষাধিক টাকার চুরির সামগ্রী সহ নগদ টাকা।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে চলা গোপালনগর এলাকায় চুরির ঘটনা ঘিরে হল ব্যাপক আতঙ্ক। পুলিশি নজরদারির মাঝে পর পর চুরির ঘটনা ঘটে এলাকায়। বিষয়টি নিয়ে রীতিমতো প্রশাসনের দিকে আঙুল তুলতেও শুরু করে স্থানীয়রা। অবশেষে এ দিন হাতে নাতে ধরা পড়ল চোর।
advertisement
advertisement
এ দিন, চুরির ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং রাজু দাস নামে এক দুষ্কৃতীকে, চুরি করে পালানোর সময় ধরে ফেলে। তার কাছ থেকে আনুমানিক দু লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং চুরিতে ব্যাবহার করার জন্য বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।
advertisement
এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, “গতকাল রাতে আগাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে চুরি করে পালানোর সময় রাজু দাস নামে এক চোরকে তাড়া করে ধরে গোপালনগর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। তবে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে। চোর ধরা পরায় কিছুটা হলেও স্বস্তি বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাতে পুলিশি টহলদারি আগামী দিনেও চলে তারও আবেদন জানানো হয়েছে।”
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পরপর ১০ বাড়িতে চুরি, পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল চোর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement