Nusrat Jahan|| লোকগানে মঞ্চ মাতালেন নুসরত জাহান, কী গান গাইলেন সাংসদ? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Nusrat Jahan: অনুগামীর অনুরোধে গান গেয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। 'আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই', গানে এ দিন মঞ্চ মাতান বসিরহাটের সাংসদ।

+
নুসরত

নুসরত জাহান। ফাইল ছবি।

বসিরহাটঃ অনুগামীর অনুরোধে গান গেয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ‘আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই’, গানে এ দিন মঞ্চ মাতান বসিরহাটের সাংসদ।
উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের ধান্যকুড়িয়ায় একটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানের সময় হঠাৎ মঞ্চের নিচে থেকে গান গাওয়া আবদার করেন অনুগামীরা। সেই আবদার না মিটিয়ে ফেরেননি নুসরত। অনুরাগীদের বলেন, “আমি অভিনেত্রী, গায়িকা নই। তবুও তোমাদের জন্য শুরু করছি”, এ কথা বলে গান শুরু করেন।
advertisement
আরও পড়ুনঃ নিয়ম করে মাত্র ৭ দিন! ওজন কমাবে মৌরি জল! শুধু জানুন বানানো আর খাওয়ার সঠিক পদ্ধতি
তাঁর এই গানের সময় হাততালিতে মুখরিত হয়ে ওঠে মঞ্চ চত্বর। পাশাপাশি অভিনেত্রী তথা সংসদের গান পরতে পরতে উপভোগ করেন বসিরহাটের ধান্যকুড়িয়ার এলাকাবাসী থেকে থেকে শুরু করে নবীন ও প্রবীণ বাসিন্দারা। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা ডিরেক্টর এটিএম আব্দুল্লাহ রনি-সহ একাধিক ব্যক্তিবর্গ। খোলা মঞ্চে এই দৃশ্য দেখে একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়েন বসিরহাটের ৮ থেকে ৮০ মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nusrat Jahan|| লোকগানে মঞ্চ মাতালেন নুসরত জাহান, কী গান গাইলেন সাংসদ? তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement