তবে এবার এই ধরনের সাহিত্যিকদের লেখা মানুষের মধ্যে তুলে আনতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এক প্রকাশনা সংস্থা কে। কম খরচে বই প্রকাশের মধ্য দিয়ে নতুন প্রজন্মের উঠে আসা সাহিত্যিকদের পাশে থাকার আশ্বাস দিল লীনা পাবলিকেশন। এদিন, কৃষ্ণপদ মেমোরিয়াল হলে প্রকাশনা সংস্থার তরফ থেকে সমাজের বিশিষ্ট কবি সাহিত্যিকদের পাশাপাশি নতুন প্রজন্মের সাহিত্যিকদের তুলে আনতে বই প্রকাশও করা হয়।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কিলোমিটার দৌড়!
শব্দবানী সাহিত্য পত্রিকার শুভ উদবোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজিতেশ নাগ, সৌগত রানা সহ অন্যান্য বিশিষ্ট কবি সাহিত্যিকরা। সেই মঞ্চেই বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় সুনির্মল চক্রবর্তী (শিশু সাহিত্যিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত) কে। শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ মনোজ ঘোষ-কেও বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়।
আরও পড়ুনঃ ভরা বর্ষায় চলছে কাজ! মাটি গলে বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ রাস্তার
শহর ও শহরতলীর বিভিন্ন খুদে সাহিত্যিকদেরও এই প্রকাশনা সংস্থার মাধ্যমে তুলে ধরা হবে বলে জানানো হয়। সংস্থার তরফ থেকে বাণীব্রত বলেন, সাহিত্যচর্চায় যারা বিভিন্ন সময় আর্থিক কারণে পিছিয়ে পড়েন, তাদেরকে যথার্থ সম্মান দিয়ে সকলের সামনে তাদের সাহিত্য সৃষ্টি তুলে ধরার সুযোগ করে দেওয়ার হবে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কবি সাহিত্যিক থেকে সমাজের বুদ্ধিজীবী মহল।
Rudra Narayan Roy