দুই পরিবার রীতিমত চিন্তায় ভেঙে পরেছে। সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন তারা, যাতে দুজনক দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয়। যাদেরকে ট্যুরে নিয়ে গিয়েছিলেন দীপেশ তাদের সাথে গন্ডগোলের বিষয়টি স্বীকারও করে তার স্ত্রী স্বপ্না দেবী। দীপেশ বাবুর স্ত্রী সব জায়গায় অনলাইন পেমেন্ট করে টাকা মিটিয়ে দিয়েছেন বলেও জানান।
আরও পড়ুনঃ সান্দাকফু বেড়াতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ উত্তর ২৪ পরগনার দুই বাসিন্দা
advertisement
তাহলে কি কারণে দিপেশের সাথে ঘুরতে যাওয়া মানু্যদের গন্ডগোল হল? কেনই বা তাকে মারতে গেল? তারপর থেকেই কেন নিখোঁজ দিপেশ আর বাবাই! সেই নিয়েই প্রশ্ন উঠছে। পাশাপাশি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ রহস্য দানা বাঁধছে। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন খোঁজ চালাচ্ছে ওই দুজনের।
আরও পড়ুনঃ যাত্রী পরিষেবায় রেকর্ড কলকাতা বিমানবন্দরের
ইতিমধ্যেই বিধায়ক সহ পুলিশ আধিকারিকদের কাছেও বিষয়টি জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। অশোকনগর কল্যাণগড় পুরসভার তরফ থেকেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
Rudra Narayan Roy