পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাসিন্দা সুরজ ঝা ও ট্যাংড়ার বাসিন্দা বিক্রম সিং KP লেখা বাইক নিয়ে সল্টলেকের সিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে ছিল। সেই সময় সিটি সেন্টারের নিরাপত্তা রক্ষী অসীম বল্লব হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন ওই দু'জন তাঁর পথ আটকায় এবং বলে তারা পুলিশ। আপনার উপর সন্দেহ হচ্ছে, ব্যাগে কী আছে দেখান। অসীমবাবুর সন্দেহ হলে তিনি ব্যাগ দেখাতে অস্বীকার করেন। তখন ওই দু'জন জানায়, তাদের কাছে বন্দুক আছে। এরপরই ভয়ে সিটি সেন্টারের ওই নিরাপত্তা রক্ষী মানিব্যাগ ও মোবাইল বের করে ব্যাগ দেখাতে যান। অভিযোগ, ওমনি সবকিছু ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সুরজ ও বিক্রম নামের ওই দুই ছিনতাইবাজ। সেই সময় অসীম বল্লব চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধরে ফেলে। এরপর বিধান নগর উত্তর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দু'জনকে আটক করে। তাদের কাছে আইকার্ড দেখতে চাইলে তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়ছে।
advertisement
আরও পড়ুন: ভ্যাবলা স্টেশনে রেলের উচ্ছেদ নোটিশ, দুশ্চিন্তায় ঘুম উড়েছে হকারদের
পুলিশ জেরায় জানতে পারে, এর আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এই অভিযুক্তরা। তাঁদের নামে ভবানীপুর, তপসিয়া, বটতলা এলাকায় একই কায়দায় ছিনতাইয়েরর অভিযোগ আছে। গত ১১ ফেব্রুয়ারি সল্টলেকের আমূল আইল্যান্ডেও একই কায়দায় এই দু'জন ছিনতাই করেছে বলে জানা গিয়েছে।
রুদ্রনারায়ণ রায়