আরও পড়ুন: গর্বের বন্দে ভারতের এ কী হাল! খেলনার মত তুবড়ে গিয়েছে সামনের অংশ, ধাক্কা সামলাতে ট্রেন বাতিল
স্থানীয় সূত্রে খবর, জগদ্দলের ২৯ নম্বর ওয়ার্ডের মিলন নগরের একটি পুকুরে পাশের পাড়া থেকে প্রতিদিন দুপুরে বেশ কিছু যুবক স্নান করতে আসত। তাদের সঙ্গেই আসত এই দুই শিশু। কিন্তু অতটুকু বাচ্চাদের পুকুরে নেমে স্নান করায় বিপদ ঘটতে পারে আশঙ্কা করে স্থানীয়রা বেশ কয়েকবার তাদের পুকুরে নামতে মানা করেছিল। কিন্তু তারা কথা শোনেনি। এদিনের দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবি, তাঁদের কথা শুনলে আজকের এই মর্মান্তিক পরিণতি ঘটত না।
advertisement
এদিকে পুকুরে তলিয়ে যাওয়ার পর ঘাটে উপস্থিত এক যুবকের তৎপরতাতেই দ্রুততার সঙ্গে পীযূষ ও বিনায়ক নামে ওই দুই শিশুর দেহ উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পুকুরে আরও কিছু শিশু স্নান করতে নেমেছিল। তাদের মধ্যে থেকে কেউ তলিয়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখতে ওই পুকুরে ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্যামনগরে।
অরুণ ঘোষ