এই ঘটনার জেরে মুহুর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রশাসন সূত্রে খবর, ওই দুই পর্যটক এর কাছে বাংলাদেশী বৈধ পাসপোর্ট পাওয়া গিয়েছে। ওই দুই পর্যটক হারোয়ার কেদো গোপালপুরে বেড়াতে এসেছিলেন বলে জানা গিয়েছে। এদিন ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় যাওয়ার কথা ছিল তাদের। তার আগেই ঘটলো মর্মান্তিক এই দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুনঃ প্রিয়জনের দেহ সংরক্ষণের জন্য হাবরায় চালু হল পিস হেভেন
যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এসেছে স্থানীয় সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। প্রশাসনের তরফ থেকে আত্মীয়দের খবর দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এখন সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার অন্য বাহি ট্রাক যাতায়াত করে এই এলাকায়। ফলে যান নিয়ন্ত্রণের বিষয়টি নিয়েও স্থানীয়দের তরফ থেকে প্রশাসনের কাছে ভাবনাচিন্তার অনুরোধ জানানো হয়েছে।
Rudra Narayan Roy