আরও পড়ুন: শিল্পী দম্পতির হাতে সেজে উঠছে এই মণ্ডপ
এই দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ ও লেবুখালি রোডের উপর। দুলদুলি পঞ্চায়েতের কেতারচক পোলের কাছে একটি মালবোঝাই লরি ও যাত্রী বোঝাই অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, অটোতে করে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিজনরা। লেবুখালির দিক থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিল এই অটোটি। উল্টো দিক থেকে আসছিল মালবাহী লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালক মনিরুল গাজির (২৮)। তাঁর বাড়ি বাদামতলা এলাকায়। অটোয় থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন, তার মধ্যে একটি শিশু’ও আছে।
advertisement
লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় লরিটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও লরি চালক পলাতক। এই ঘটনর পর এলাকায় যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
জুলফিকার মোল্লা