Siliguri News: শিল্পী দম্পতির হাতে সেজে উঠছে এই মণ্ডপ

Last Updated:

গ্রাম বাংলার থিমে শিলিগুড়ির পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পী দম্পতি

+
title=

শিলিগুড়ি: শিল্পী দম্পতির হাত ধরে গ্রাম বাংলার চিত্র ফুটে উঠবে অরবিন্দ ইন্টার ইউনিয়নের দুর্গাপুজোয়। এবার দুর্গাপুজোয় অতীতের গ্রাম বাংলার কৃষ্টি কালচার মন্ডপসজ্জায় ফুটিয়ে তুলবেন শিলিগুড়ির শিল্পী দম্পতি অর্পিতা রাহা ও তাঁর স্বামী রঞ্জন রায়। রঞ্জন রায় ও অর্পিতা রাহা পেশায় চিত্রশিল্পী। অর্পিতা আবার বহুদিন ধরে নাটকের চর্চাও করেন। তাদের দু’জনের ভাবনায় এই পুজোর এবারের থিম ‘আমাদের ছোট গ্রাম’। অরবিন্দ ইন্টার ইউনিয়ন ক্লাব তাঁদের এই সুযোগ দেওয়ায় দু’জনেই ভীষণ খুশি।
রঞ্জন রায় দুর্গাপুজোর থিম শিল্পী হিসেবে এর আগে কাজ করেছেন। তবে অর্পিতার এই অভিজ্ঞতা প্রথমবারের মতো হতে চলেছে। বাড়িতে বসে হঠাৎই তাঁদের মাথায় এই পরিকল্পনা আসে। তারপর গ্রাম বাংলার একটি নক্সা বানিয়ে তা শিলিগুড়ির অরবিন্দ ইন্টার ইউনিয়নের দুর্গাপুজোর সংগঠকদের দেখান। তাঁদের ভীষণ পছন্দ হয় এই থিম। তারপরেই দু’জনে মিলে গ্রাম ফুটিয়ে তোলার কাজে লেগে পড়েন। যুগের তালে গ্রামের সব জিনিস আজ হারিয়ে যেতে বসেছে। তাই সমস্ত কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এই শিল্পী দম্পতি। তাঁদের এই কল্পিত থিম গ্রামে থাকবে গরু, হাঁস, বাছুর। লাঙল-কোদাল নিয়ে কাজ করবেন কৃষকরা।
advertisement
advertisement
রঞ্জন বলেন, আমি এর আগে থিম শিল্পী হিসেবে কাজ করেছি। তবে আমার স্ত্রীর সঙ্গে এই প্রথমবার এই ক্লাবের কাজ করছি। সকালের কাজ সেরে তারপর দু’জনে মিলে আমাদের কাজে লেগে পড়ি। আশাকরি শহরবাসীকে নতুন রূপে একটি গ্রাম দেখাতে পারব। অন্যদিকে অর্পিতা বলেন, চিত্রশিল্পী হিসেবে অনেক জায়গায় ছবি এঁকেছি, অনেক কাজ করেছি। তবে থিম শিল্পী হিসেবে এই আমার প্রথম কাজ। দারুন অভিজ্ঞতা হচ্ছে। ভীষণ ভাল লাগছে আমার। আশা করি আমাদের কাজ সকলের পছন্দ হবে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিল্পী দম্পতির হাতে সেজে উঠছে এই মণ্ডপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement