আরও পড়ুন: অভিষেকের খাসতালুকে ভোটের আগেই তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি
ট্রাফিক আইন না মেনে একটি বাইকে তিনজন লেবুখালি থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিল। সূত্রের খবর, বোনের বিয়ের যৌতুকের বাইক তার হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই বাইকটি চালিয়ে তাতে সওয়ার হয়ে যাচ্ছিল দাদা সাবির সরদার, আমিরুল গাজি ও এক প্রতিবেশী। তাদের কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া মোড় এলাকায় অপর দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তার জেরে গুরুতর আহত হয় বাইকের তিন আরোহী।
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। এসে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশও। এরপর তিন আহতকে চিকিৎসার জন্য নয় নম্বর স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
জুলফিকার মোল্যা