আরও পড়ুন: ট্রেনের ছাদ থেকে ঝরঝর করে এ কী পড়ছে! অবন্তিকা এক্সপ্রেসের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
পুলিশ সূত্রে খবর, বাসটি বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। সেই সময় লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। পুলিশ সূত্রে আরও খবর, ভোর আড়াইটে নাগাদ ৪৪ নং রুটের এক নতুন বাস চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে। এর ফলেই মৃত্যু হয় গাড়ি থাকা তিন যাত্রীর। পুলিশ আরও খতিয়ে দেখছে কী উদ্দেশ্যে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সেই চালক? চালককে আটক করে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।
advertisement
জানা গিয়েছে, মৃত তিন জনের নাম শিব শঙ্কর রাঠি, তাঁর ছেলে শ্রীকান্ত রাঠি ও শিব শঙ্করের মা কমলা রাঠি৷ জানা গিয়েছে, মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে মানিকতলার বাড়িতে ফিরছিলেন তিন জন৷ ভিআইপি রোড ধরে উল্টোডাঙার দিকে যাচ্ছিল শিব শঙ্কর বাবুদের ডিজায়ার গা়ডিটি৷ লেক টাউনের ঘড়ির মোড়ে সিগন্যাল লাল থাকায় গাড়িটি দাঁড়িয়ে পড়ে৷ তখনই পিছন থেকে এসে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে ৪৪ রুটের একটি বেসরকারি বাস৷
অনুপ চক্রবর্তী