Avantika Express Disaster : ট্রেনের ছাদ থেকে ঝরঝর করে এ কী পড়ছে! অবন্তিকা এক্সপ্রেসের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Avantika Express Disaster : এসি টু টিয়ারে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঝরঝর করে পড়ছে কামরার ভিতরে। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ কোনওমতে মাথা বাঁচিয়ে নীচের সিটে বসে রয়েছেন। ট্রেনের মেঝেতে জল জমে গিয়েছে।
অবন্তিকা এক্সপ্রেসের ভিতরে ভয়াবহ অবস্থা! ট্রেনের ছাদ ফুটো হয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। ট্রেনের কামরার মধ্যে যেন শাওয়ার চালিয়ে রাখা হয়েছে। ভিডিও ভাইরাল হতেই হইহই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এসি টু টিয়ার কামরাতে এমন অবস্থা হতে পারে, কল্পনাও করতে পারছেন না কেউ। আর সেখান থেকেই শুরু ভারতীয় রেলকে কটাক্ষ।
আরও পড়ুন: সদ্যোজাত ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন চুরমার! বউয়ের মরদেহ কাঁধে তুলে দাহ করতে যেতে হয় রাজপালকে
অবন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী এই ঘটনার ভিডিও করে পোস্ট করেছেন ট্যুইটারে। ভিডিওতে দেখা যাচ্ছে, এসি টু টিয়ারে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঝরঝর করে পড়ছে কামরার ভিতরে। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ কোনওমতে মাথা বাঁচিয়ে নীচের সিটে বসে রয়েছেন। ট্রেনের মেঝেতে জল জমে গিয়েছে।
advertisement
advertisement
काश खोखले प्रचार की जगह रेलवे के लिए कुछ काम किया होता।
झंडी दिखाने वाले रेल मंत्री अभी विदेश में हैं, नाम वाले रेल मंत्री ध्यान दें। pic.twitter.com/FNLvQL1Ihu
— Congress (@INCIndia) June 25, 2023
নেটিজেনরা মস্করা করে লিখছেন, ‘ভারতীয় রেল নতুন এক ধরনের কোচ চালু করেছে, যেখানে ওপেন শাওয়ার পাওয়া যাবে। স্নানের জন্য শ্যাম্পু ও সাবান সরবরাহ করার ভাবনাচিন্তাও শুরু হয়েছে।’ কারও বিক্ষোভ, ‘এসি টু টিয়ারের জন্য দামি টিকিট কেটে যাত্রীদের এমন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে!’
advertisement
এই ঘটনার কয়েক ঘণ্টা পর পশ্চিম রেলওয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয়, সমস্যাটিতে নজর দেওয়া হয়েছে এবং অবন্তিকা এক্সপ্রেসের সমস্ত কোচ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। ‘ট্রেনটি ইতিমধ্যে ফিরতি পথ নিয়েছে। এখন এই ধরনের কোনও সমস্যা নেই। যাত্রীদের সুবিধাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। পশ্চিম রেল যাত্রীদের অভিযোগের সমাধান করতে কোনও খামতি রাখে না।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 1:13 PM IST