Rajpal Yadav: সদ্যোজাত ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন চুরমার! বউয়ের মরদেহ কাঁধে তুলে দাহ করতে যেতে হয় রাজপালকে

Last Updated:
সন্তান কোলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্ত্রীর মরদেহ কাঁদে দাহ করতে যেতে হয় বাবা হওয়ার পরদিনই। কিন্তু রাজপালের কথায় জানা গেল, তাঁর বাবা, শ্যালিকার জন্য তাঁর মেয়ে কোনওদিনও মায়ের অভাব টের পায়নি।
1/7
কৌতুকাভিনয়ের জন্যই খ্যাতি অর্জন রাজপাল যাদবের। কিন্তু জানেন কি, মানুষকে হাসাতে হাসাতে কত চোখের জল ফেলেছেন সেই প্রতিভাবান অভিনেতা? মাত্র ২০ বছর বয়সেই প্রথম স্ত্রীকে হারিয়েছেন মর্মান্তিক ঘটনায়।
কৌতুকাভিনয়ের জন্যই খ্যাতি অর্জন রাজপাল যাদবের। কিন্তু জানেন কি, মানুষকে হাসাতে হাসাতে কত চোখের জল ফেলেছেন সেই প্রতিভাবান অভিনেতা? মাত্র ২০ বছর বয়সেই প্রথম স্ত্রীকে হারিয়েছেন মর্মান্তিক ঘটনায়।
advertisement
2/7
চলতি বছর বলিউডে তাঁর ২৫ বছরপূর্তি হয়েছে। সেই সুবাদেই সাক্ষাৎকার। আর তারই দৌলতে তাঁর জীবনের অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ্যে এসেছে।
চলতি বছর বলিউডে তাঁর ২৫ বছরপূর্তি হয়েছে। সেই সুবাদেই সাক্ষাৎকার। আর তারই দৌলতে তাঁর জীবনের অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ্যে এসেছে।
advertisement
3/7
২০ বছর বয়সেই রাজপালের বাবা তাঁর বিয়ে দেন। সাল তখন ১৯৯২। কিন্তু মেয়ের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় স্ত্রীর! সন্তান জন্ম দেওয়ার পরের দিনই স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে মহা আনন্দে ছিলেন রাজপাল।
২০ বছর বয়সেই রাজপালের বাবা তাঁর বিয়ে দেন। সাল তখন ১৯৯২। কিন্তু মেয়ের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় স্ত্রীর! সন্তান জন্ম দেওয়ার পরের দিনই স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে মহা আনন্দে ছিলেন রাজপাল।
advertisement
4/7
সন্তান কোলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্ত্রীর মরদেহ কাঁদে দাহ করতে যেতে হয় বাবা হওয়ার পরদিনই। কিন্তু রাজপালের কথায় জানা গেল, তাঁর বাবা, শ্যালিকার জন্য তাঁর মেয়ে কোনওদিনও মায়ের অভাব টের পায়নি।
সন্তান কোলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্ত্রীর মরদেহ কাঁদে দাহ করতে যেতে হয় বাবা হওয়ার পরদিনই। কিন্তু রাজপালের কথায় জানা গেল, তাঁর বাবা, শ্যালিকার জন্য তাঁর মেয়ে কোনওদিনও মায়ের অভাব টের পায়নি।
advertisement
5/7
তারপর ২০০৩ সালে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন রাজপাল। বিয়ে হয় কানাডাবাসী রাধা যাদবের সঙ্গে। রাজপালের কথায়, ‘‘আমি আমার স্ত্রীকে কখনও শাড়ি পরতে বলিনি। কিন্তু একবার গ্রামের বাড়িতে গিয়ে দেখি বাকি সবার মতো সেও ঘোমটা টেনে বসেছে।’’
তারপর ২০০৩ সালে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন রাজপাল। বিয়ে হয় কানাডাবাসী রাধা যাদবের সঙ্গে। রাজপালের কথায়, ‘‘আমি আমার স্ত্রীকে কখনও শাড়ি পরতে বলিনি। কিন্তু একবার গ্রামের বাড়িতে গিয়ে দেখি বাকি সবার মতো সেও ঘোমটা টেনে বসেছে।’’
advertisement
6/7
‘‘হোলি বা দীপাবলি, যখনই গ্রামে গিয়েছি, রাধা গ্রামের মতো করে নিজেকে মানিয়ে নিয়েছে। সেখানে ওকে দেখে কেউ ভাবতেই পারবে না পাঁচটি ভাষা জানে! তা ছাড়া আমার প্রথম স্ত্রীর মেয়েকে নিজের মতো করে বড় করেছে।’’
‘‘হোলি বা দীপাবলি, যখনই গ্রামে গিয়েছি, রাধা গ্রামের মতো করে নিজেকে মানিয়ে নিয়েছে। সেখানে ওকে দেখে কেউ ভাবতেই পারবে না পাঁচটি ভাষা জানে! তা ছাড়া আমার প্রথম স্ত্রীর মেয়েকে নিজের মতো করে বড় করেছে।’’
advertisement
7/7
মেয়ে জ্যোতির বিয়ে দিয়েছেন রাজপাল. লখনউতে থাকেন মেয়ে। যাঁর লালন পালনের সমস্ত কৃতিত্ব তিনি তাঁর স্ত্রী এবং পরিবারকে দিতে চান। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তাঁর এক মেয়ে।
মেয়ে জ্যোতির বিয়ে দিয়েছেন রাজপাল. লখনউতে থাকেন মেয়ে। যাঁর লালন পালনের সমস্ত কৃতিত্ব তিনি তাঁর স্ত্রী এবং পরিবারকে দিতে চান। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তাঁর এক মেয়ে।
advertisement
advertisement
advertisement