আরও পড়ুন: আপাতত পার্লামেন্টে ফিরতে পারবেন না রাহুল গান্ধি! ‘মোদি’ মামলায় সুরাত দায়েরা আদালতে আর্জি খারিজ
গেরস্থের বাড়ির দরজার সামনে তাজা বোমা পড়ে থাকার এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়ার ১১ নম্বর ওয়ার্ডের। সেখানকার নগরথুবা দাসপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই বোমা উদ্ধার করছে পুলিশ। যদিও সেই ঘটনাগুলোর সঙ্গে সাধারণত রাজনৈতিক দলের কর্মী ও দুষ্কৃতীদের কোনও না কোনও সংযোগ থাকছে। কিন্তু বরুন দাস জানিয়েছেন তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। নির্বাচনের সময় ভোট দেওয়ার মাধ্যমেই তিনি তাঁর গণতান্ত্রিক দায়িত্ব পালন করেন মাত্র। সেই তাঁর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।
advertisement
সাধারণ এক ব্যক্তির বাড়ির দরজার সামনে থেকে সাতসকালে তাজা বোমা উদ্ধার হওয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে হাবড়ায়। পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছেন। এর সঙ্গে অন্য কোনও ঘটনার যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
জিয়াউল আলম