পুলিশ সূত্র মারফত খবর পায়, রাজারহাটের রেকজোয়ানি আজাদ নগরের একটি পরিত্যক্ত বাড়িতে ভুয়ো কল সেন্টার চলছে। এরপর রাজারহাট থানার পুলিশ সেখানে হানা দেয়। সেখান থেকে অভয় শর্মা, বিবেক কুমার শর্মা ও রাজ মিত্র নামে তিন যুবককে গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করে জানা যায়, মোবাইলের হটস্পট ব্যবহার করে তারা বিদেশি নাগরিকদের ফোন করত। নিজেদের সার্ভেয়ার বলে পরিচয় দিত এবং ফ্রিতে বাড়িতে লফ্ট ইনস্টলেশন করার জন্য অফার দিত। যারা রাজি হত তাঁদের থেকে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া হত। দীর্ঘদিন ধরেই এই প্রতারণা চক্র চলছিল বলে জানা গিয়ে।
advertisement
আরও পড়ুন: বর্ষার আগেই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি
এর আগেও বিধাননগর পুলিশ কমিশনারেটের এলাকায় একের পর এক ভুয়ো কল সেন্টারের খোঁজ পাওয়া গিয়ে। বর্তমানে লাগাতার ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তাতে হাতে গরম সাফল্যও মিলছে। রাজারহাটের এই ভুয়ো কল সেন্টার উদ্ধারের ঘটনাটাও তেমনই।
অনুপ চক্রবর্তী