Murshidabad News: বর্ষার আগেই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি

Last Updated:

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা এলাকাগুলি গঙ্গা ভাঙনে বিদ্ধস্ত। সোমবার সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিয়ে এই এলাকাগুলো ঘুরে দেখেন পার্থ ভৌমিক।

+
title=

মুর্শিদাবাদ: গঙ্গার ভাঙন গত কয়েক বছর ধরেই ভয়াবহ আকার ধারণ করেছে মুর্শিদাবাদে। বিঘের পর বিঘে চাষ জমি, বাড়ি, স্কুল, রাস্তা ইতিমধ্যেই চলে গিয়েছে নদীগর্ভে। সর্বস্ব হারিয়ে বহু মানুষ পথের ভিখিরিতে পরিণত হয়েছেন। তবুও এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। এই নিয়ে খুব বিক্ষোভ আবেদন নিবেদন অনেক হয়েছে। তবে এই ভাঙন সমস্যার সমাধানে এবার আশার আলো দেখা দিল। সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেখানে তিনি আশ্বাস দিলেন, বর্ষার আগেই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা এলাকাগুলি গঙ্গা ভাঙনে বিদ্ধস্ত। সোমবার সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিয়ে এই এলাকাগুলো ঘুরে দেখেন পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র, জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী, জঙ্গিপুরের এসডিও সিনজন শেখর, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
advertisement
advertisement
গঙ্গার ভাঙন সমস্যার জেরে মুর্শিদাবাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করুক। সেচমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই দাবি অবশেষে পূরণ হল। তিনি নিজেই ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, দ্রুত সমস্যার সমাধান হবে। আর তাতেই নতুন করে স্বপ্ন দেখছেন সব হারা মানুষগুলো।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বর্ষার আগেই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement