ভারতীয় সঙ্গীতের আত্মা বলা হয় রাগ-কে। সেই রাগাশ্রয়ী সঙ্গীতের আদি পর্যায়কে তুলে ধরেই, রাগ এবং স্থাপত্যের মহাজাগতিক সংযোগ ঘটাতে চলেছে সল্টলেকের এজি ব্লকের পূজা উদ্যোক্তারা। হোগলা পাতা, মাটির কলসি, খেজুর গাছের ছাল, পেঁপে গাছের ছাল, বাঁশের চোচ ইত্যাদি ব্যবহার করে তৈরি হচ্ছে মন্ডপ।
আরও পড়ুন-‘ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত’, এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
advertisement
আরও পড়ুন- ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে? এখনই ঠিক না করলে কিন্তু চরম বিপদে পড়বেন, সাবধান!
শিল্পীর হাতের ছোঁয়ায় আস্তে আস্তে ফুটে উঠছে এক আদি ইতিহাস। তার মধ্যে দিয়েই উপস্থাপিত করা হবে ‘স্থাপত্য হল হিমায়িত সঙ্গীত।’ উদ্যোক্তাদের আসা এ বছরে তাদের এই ভাবনা ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। যা স্পর্শ করবে অনুভূতিকে। মাতৃ মূর্তিতেও থাকবে বিশেষ চমক। এবছর এই পুজোর দায়িত্বে থাকবেন মহিলারা। মহিলা পুরোহিত দ্বারাই পূজিত হবে মা। থাকবেন মহিলা ঢাকি। শিল্পী সুমি মজুমদারের সূক্ষ্ম হাতের কারুকার্যে এখন ফুটে উঠছে অনবদ্যই সৃষ্টি। উদ্যোক্তাদের আশা মহালয়ার আগেই সম্পূর্ণ হয়ে যাবে গোটা মন্ডপ সজ্জা। ফলে এবছর এই পুজোকে ঘিরে বাড়তি আকর্ষণ থাকবে মানুষের বলেই মনে করা হচ্ছে।
Rudra Narayan Roy






