নানান প্রয়োজনে গ্রামের মানুষকে হামেশাই পঞ্চায়েত অফিসে যেতে হয়। কিন্তু কালিনগর পঞ্চায়েতের অফিসে ঢুকলে আপনার মনে হতে পারে, এ সুন্দরবন নয়, শহরের কোনও পুরসভার কার্যালয়ে ঢুকে পড়েছি। সেটি সব সময় ঝকঝক করছে।
আরও পড়ুন: দোলে স্কুলকে রাঙিয়ে দিল ওরা! কারণ জানলে অবাক হবেন
কয়েকদিন আগে নারী বান্ধব হিসেবে ওড়িশার ভুবনেশ্বরে পুরস্কৃত হয় কালিনগর পঞ্চায়েত। নানান দরকারে পঞ্চায়েত কার্যালয়ে আসা মহিলাদের বিষয়ে বিশেষ খেয়াল রাখা হয়েছে এই অফিস তৈরিতে। মাতৃদুগ্ধ পানের ঘরে শিশুদের খেলার জন্য দোলনা সহ নানান জিনিসের বন্দোবস্ত রাখা হয়েছে। সম্মিলিয়ে এই পঞ্চায়েত অফিসে আসতে আর কোনও অস্বস্তি বোধ করেন না মহিলারা। যা সারা দেশের কাছে দৃষ্টান্ত হওয়ার যোগ্য।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 4:55 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনের এই নারী বান্ধব পঞ্চায়েত গোটা দেশকে পথ দেখাচ্ছে