হোম /খবর /জলপাইগুড়ি /
দোল খেলার সঙ্গী স্কুলের সীমানা প্রাচীর! তাকেই রাঙিয়ে দিল

Jalpaiguri News: দোলে স্কুলকে রাঙিয়ে দিল ওরা! কারণ জানলে অবাক হবেন

X
title=

পড়ুয়ারা নিজেদের মধ্যে রং না খেলে স্কুল বিল্ডিংটিকে রাঙিয়ে তুলল। কিছুদিন আগে এই গয়েরকাটা হাইস্কুলের দেওয়ালে কেউ বা কারা রাতের অন্ধকারে অশ্লীল ছবি এঁকে দিয়ে চলে গিয়েছিল। যাকে ঘিরে বিতর্কের ঝড় উঠে। দ্রুত স্কুল পরিচালন সমিতি ঐ সমস্ত অশ্লীল ছবি মুছে তার উপর সাদা চুনকাম করে দেয়। আর এই বিষয়টাই পড়ুয়াদের অন্যরকম ভাবনার জন্ম দেয়। তারা ঠিক করে স্কুল বিল্ডিংয়ের সাদা দেওয়াল নিজেরাই রং করে অন্যরকম করে তুলবে।

আরও পড়ুন...
  • Share this:

জলপাইগুড়ি: মঙ্গলের পর বুধবার, দোলের পর হোলির রঙে রাঙা হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহর। এখানে আট থেকে আশি সকলে ধুমধাম করে এই দুটো দিন একে অপরকে রাঙিয়ে তুলেছে। তবে শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের গয়েরকাটা হাইস্কুলের পড়ুয়ারা অন্যরকম ভাবনায় দোলের রঙে রাঙিয়ে তুল বিদ্যালয়কে।

এই স্কুলের পড়ুয়ারা নিজেদের মধ্যে রং না খেলে স্কুল বিল্ডিংটিকে রাঙিয়ে তুলল। কিছুদিন আগে এই গয়েরকাটা হাইস্কুলের দেওয়ালে কেউ বা কারা রাতের অন্ধকারে অশ্লীল ছবি এঁকে দিয়ে চলে গিয়েছিল। যাকে ঘিরে বিতর্কের ঝড় উঠে। দ্রুত স্কুল পরিচালন সমিতি ঐ সমস্ত অশ্লীল ছবি মুছে তার উপর সাদা চুনকাম করে দেয়। আর এই বিষয়টাই পড়ুয়াদের অন্যরকম ভাবনার জন্ম দেয়। তারা ঠিক করে স্কুল বিল্ডিংয়ের সাদা দেওয়াল নিজেরাই রং করে অন্যরকম করে তুলবে। এবারের দোল ওই পড়ুয়াদের সামনে সেই সুযোগ এনে দিল।

আরও পড়ুন: চুপি চুপি নাবালিকার বিয়ে! ঠিক সময়ে ছাদনাতলায় পৌঁছে সব ভেস্তে দিল পুলিশ

পড়ুয়াদের সেই ইচ্ছেকে বাস্তব রুপ দিতে এগিয়ে আসেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল পরিচালন সমিতির সদস্যরা। প্রত্যেকেরই ইচ্ছে ছিল রঙের উৎসবে রাঙিয়ে তোলা হবে তাদের প্রিয় বিদ্যালয়কে। আর প্রতিটি ছবির মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা তুলে ধরা হবে। সেই মত স্কুলের সীমানা প্রাচীরকে বিভিন্ন ছবির মাধ্যমে সাজিয়ে তোলা হয়। এরজন্য বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে এই বসন্ত উৎসবকে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও রং তুলি হাতে তুলে নেন। আঁকার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। পাশাপাশি শিশুশ্রম বিরোধী সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। দোলে রং না খেলে স্কুলের সীমানা প্রাচীর রং করতে হওয়ায় বিন্দুমাত্র আক্ষেপ নেই পড়ুয়াদের। ওই স্কুলের ছাত্র স্বপ্ননীল সরকার বলে, স্কুল আমাদের প্রথম শিক্ষার জায়গা। আমরা নিজেরা প্রতিবছরই রং খেলি। কিন্তু নিজেদের স্কুলকে সাজিয়ে তোলাটা বড় বিষয়। আর সেই কাজটাই আমরা করেছি।

সুরজিৎ দে

Published by:kaustav bhowmick
First published:

Tags: Dolyatra, Holi, Jalpaiguri News, School, Student