কেন এভাবে অবাধে মাঠে ছিড়ে পড়েছিল বিদ্যুতের তার! তার কোন সদুত্তর নেই। এই খবর পেতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা। উত্তেজিত জনতা কাটিয়াহাট ঘোজাডাঙ্গা সীমান্ত রোডের কাটিয়াহাট বিদ্যুৎ দফতরের সামনে রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন ঃ সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দিল তৃণমূল প্রার্থী!
advertisement
চলতি বছরের মে মাসের ১৯ তারিখে বাদুড়িয়ার ব্লকের বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে বামনহাট গ্রামে সকালবেলায় সবজি তুলতে গেলে তিন জন চাষীর মৃত্যু হয়। একই ঘটনা ঘটেছিল বাদুড়িয়া সেই সময় পটল ক্ষেতে ফুল ছোয়াতে গিয়ে তিনজন চাষীর মৃত্যু হয়। ফের আরেকজনের মৃত্যুর ঘটনায় পুনরায় বিদ্যুৎ দফতরে আরওএকবার গাফিলতিতে গেল প্রাণ।
জুলফিকার মোল্যা
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 4:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাঠে সবজি তুলতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে হাত, মর্মান্তিক পরিণতি গৃহবধূর