Panchayat Election 2023 Results: সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দিল তৃণমূল প্রার্থী!
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ২৭ নম্বর আসনের সিপিএম প্রার্থী হাবিব আলিকে মেরে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনা: জেলা পরিষদের ভোট গণনা শুরু হতেই সিপিএম প্রার্থীকে মেরে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। আহত বাম প্রার্থীর ভাইয়ের দাবি, তাঁরা দেড় হাজার ভোটে এগিয়েছিলেন। তা দেখেই হেরে যাওয়ার ভয়ে গণনা কেন্দ্রের মধ্যেই হামলা চালায় শাসকদলের প্রার্থী সহ তাঁর অনুগামীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে বারাসত জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন সিপিএম প্রার্থী হাবিব আলি।
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ২৭ নম্বর সিটে সিপিএমের প্রার্থী হাবিব আলি। মঙ্গলবার রাতে জেলা পরিষদের ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল প্রার্থী আসারুজ্জামানের থেকে তাঁরা প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে যান বলে দাবি আহত সিপিএম প্রার্থীর ভাই বাপি ইসলামের। তিনি দাদার কাউন্টিং এজেন্ট ছিলেন। অভিযোগ করেন, শাসকদলের প্রার্থী ও তাঁর লোকজন গণনা ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বললেও তাঁরা রাজি হননি। এরপরই সিপিএম প্রার্থী হাবিব আলির মুখ লক্ষ্য করে পরপর ঘুসি মারা হয়। তারপর গণনা কেন্দ্রের একের পর এক চেয়ার ভাঙা হয় ওই বাম প্রার্থী ও তাঁর কাউন্টিং এজেন্টদের পিঠে।
advertisement
advertisement
এই অশান্তির সময় তাঁদের ত্রাতা হিসেবে অন্য এক তৃণমূল প্রার্থী এগিয়ে আসেন বলে জানা গিয়েছে। তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী উদ্যোগ নিয়ে ওই আহত সিপিএম প্রার্থী ও তাঁর কাউন্টিং এজেন্টদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বাপি ইসলাম নিজের মুখে এই কথা জানিয়েছেন আমাদের সাংবাদিককে। জানা গিয়েছে সিপিএম প্রার্থী হাবিব আলির মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে বাপি ইসলামের দাবি। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
advertisement
রুদ্রনারায়ন রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 12:23 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023 Results: সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দিল তৃণমূল প্রার্থী!