Panchayat Election 2023 Results: পূর্বস্থলীর দু'টি পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পূর্বস্থলী-২ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি
পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটে ফল প্রকাশ প্রায় শেষ পর্যায়ে। পঞ্চায়েত সমিতির ভোট গণনা শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় জেলা পরিষদের গণনাও চলছে। গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা একেবারে শেষ পথে। ফলে মোটামুটি ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে বাংলার আমজনতার কাছে। তাতে রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠলেও বিক্ষিপ্তভাবে কিছু পকেটে বিরোধীরা চমকে দেওয়ার মতো ফল করেছে। এর অন্যতম হল পূর্বস্থলী-২ ব্লকের পাটুলি এবং ঝাউডাঙা পঞ্চায়েতে বিজেপির জয়। তৃণমূলের কাছ থেকে এই দুটি পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন: ‘বঙ্গভঙ্গের’ দাবি তোলা অনন্ত মহারাজ রাজ্যসভায় বিজেপির প্রার্থী? নিশীথ সাক্ষাতের পর তুঙ্গে জল্পনা
পূর্ব বর্ধমানের সর্বত্রই এবার তৃণমূলের জয়জয়কার। তার মধ্যে কিছুটা হলেও ভালো ফল করেছে বামেরা। কিন্তু পূর্বস্থলীর এই দুটি পঞ্চায়েতে জিতে জেলায় সাড়া ফেলে দিয়েছে বিজেপি। ঝাউডাঙা পঞ্চায়েতের ৬ টি আসনের মধ্যে ৩ টি-তে জয়ী হয়েছে বিজেপি, ১ টি আসন গিয়েছে সিপিএমের দখলে এবং ২ টি পেয়েছে তৃণমূল। পাটুলি পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে ৯ টি আসনে জিতের নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে গেরুয়া শিবির। বাকি চারটি আসন পেয়েছে তৃণমূল
advertisement
advertisement
দলের এই জয় প্রসঙ্গে বিজেপি নেতা প্রহ্লাদ ঘোষ বলেন, এই জয়ের একটাই কারণ শাসক দলের সন্ত্রাসে বীতশ্রদ্ধ হয়ে মানুষ আমাদেরকে বেছে নিয়েছে। এই দুটি পঞ্চায়েত দখল করার আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2023 11:38 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Panchayat Election 2023 Results: পূর্বস্থলীর দু'টি পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি










