প্রত্যাশা মতোই এদিন সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এর উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল-১। আর এই যাত্রার সময় লাগবে ১২৫ দিন। তবে এই মিশনে পিছিয়ে নেই বসিরহাটের মহাকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। গ্রামের ছেলে জয়ন্ত পাল চন্দ্রযান-৩ এরপর আদিত্য এল-১ মিশনেও ইসরোর বিজ্ঞানী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
advertisement
জয়ন্ত পাল ২০১৮ সালে ইসরোয় বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তারপর ২০১৯ সালে চন্দ্রযান-২ এর মিশনে নিযুক্ত হলেও ব্যর্থতার পরেও সফলতা আসে ২০২৩ সালে। এবার সূর্যযানের পালা। বাবা অর্ধেন্দু পাল, ছোট ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছেন। মা আলপনা পাল ছোট থেকেই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। চন্দ্রযান সফল অবতরণের পর এবার সূর্যযানের পালা, স্বভাবতই গর্বিত পাল পরিবার। জন প্রতিনিধি থেকে স্থানীয় গ্রামবাসীরা ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পাল বাড়িতে ভিড় জমাচ্ছেন।
আদিত্য এল-১ সূর্যের দিকে রওনা দেওয়ার পর দূর্গা পুজোতে বাড়ি ফিরবে ঘরের ছেলে জয়ন্ত। আজ আদিত্য এল ওয়ান আজ সূর্যের দিকে রওনা দিল। সেই সূর্য যানেরও সাফল্য কামনা করছে গর্বিত জয়ন্ত পালের বাবা-মা।
উল্লেখ্য পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি কক্ষপথে অবস্থান করবে আদিত্য। জানা গিয়েছে, এই আদিত্য এল১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান। সব মিলিয়ে সৌরযানের সাফল্যে প্রহর গুনছে দেশবাসী থেকে বসিরহাটের বাদুড়িয়ার গবেষক পরিবার।
জুলফিকার মোল্যা