জানা গিয়েছে, ঠাকুরনগর-এর এক বিখ্যাত গর্ভমেন্ট কলেজের ঘটনা এটি। সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সরকারি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর বিভিন্ন রকম অন্তরঙ্গ ছবি। যা কিনা এখন গোটা এলাকায় ভাইরাল, পাশাপাশি এলাকায় চলছে নানা চর্চা।
ছবিটিতে দেখা যাচ্ছে কলেজের প্রিন্সিপাল ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে প্রশ্ন করা হচ্ছে কলেজের ছাত্রীর সঙ্গে প্রিন্সিপালের এহেন সম্পর্কের কারণ তুলে। এ বিষয়টি নিয়ে সরব হয় অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক। তিনি বাংলার মুখ্যমন্ত্রী সহ একাধিক জায়গায় অভিযোগ পত্র পাঠিয়েছেন।
advertisement
আরও পড়ুন: এক ঝটকায় কমবে বিদ্যুতের বিল! বসাতে হবে এই মেশিন! বিরাট কাণ্ড বারুইপুরে!
অপরদিকে, যদিও কলেজের প্রিন্সিপালের দাবি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী তার সম্পর্কে মেয়ে। তাদের দু জনের মধ্যে সম্পর্কও বাবা ও মেয়ের মতোই। তিনি আরও বলেন, যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি প্রিন্সিপালের বাড়িতে হওয়া একটি অনুষ্ঠানের ছবি। সেদিন ছিল ছোট মেয়ের জন্মদিনে, তাই বাড়িতে গিয়েছিল যাকে নিয়ে উঠছে প্রশ্ন সেই কলেজ ছাত্রী তথা বড় মেয়ে। শুধু তাই নয় অনুষ্ঠানে উপস্থিত ছিল, কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর বাবা-মা এবং প্রিন্সিপালের পরিবারের সকলেই। তাদের সামনেই তোলা হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই সমস্ত ছবি। সত্যতা যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে ওই ছবি এমনটা অভিযোগ করেন প্রিন্সিপাল। যে বা যারা এই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল করছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান কলেজ প্রিন্সিপাল ।
আরও পড়ুন:
একই কথা বলতে শোনা গেল ওই গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকেও। ছাত্রী জানায়, কলেজের প্রিন্সিপালকে সে বাবা বলেই ডাকে। তাদের মধ্যে বাবা মেয়েরই সম্পর্ক। এই ঘটনায় ছাত্রীটির সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, তাই তিনিও আইনের দারস্থ হবেন। পাশাপাশি, ওই ছাত্রীর মায়ের দাবি, কলেজের প্রিন্সিপাল ও তার পরিবারের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক। তার মেয়ে প্রিন্সিপালকে বাবা বলে ডাকে। মেয়েকে তিনি নিজের মেয়ে হিসেবেই স্বীকৃতি দিয়েছেন। গোটা ঘটনায় উঠছে নানা প্রশ্ন। সত্যতা বিচার না করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো এ ধরনের ছবি! অপরদিকে, প্রিন্সিপালের সঙ্গে তার মেয়ের এমন ঘনিষ্ঠ ছবি অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে শিক্ষামহল।
Rudra Narayan Roy