TRENDING:

Taki Eco Park: ইছামতীর তীরে বাংলাদেশ সীমান্তে সবুজে ঘেরা মনোরম পরিবেশে ঘুরতে চলে আসুন টাকিতে

Last Updated:

ইছামতী নদীর তীরে সবুজ অবয়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান। আজই ঘুরে আসুন সবুজে ঘেরা মনোরম পরিবেশে আসুন টাকি ইকো পার্কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাটঃ ইছামতীর তীরে বাংলাদেশ সীমান্তে সবুজে ঘেরা মনোরম পরিবেশে ঘুরতে চলে আসুন টাকি ইকো পার্কে। উত্তর ২৪ পরগনা জেলার পর্যটন কেন্দ্র টাকি শহরের খুব কাছেই ইছামতী নদীর তীরে সবুজ অবায়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান। শান্ত নিরিবিলি এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান।
advertisement

এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। জলাশয়ের চারিপাশে গড়ে উঠেছে ছোট ছোট অনেকগুলি কটেজ। পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি আছে। পার্কের ভিতরেই শিশুদের জন্য গড়ে উঠেছে খেলনা ও দোলনার উপকরণ।

আরও পড়ুন ঃসুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ দিল দমকল বাহিনীর

advertisement

অনেকেরই পছন্দের তালিকায় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত টাকির এই ইকোপার্ক।

View More

ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দু’ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ইকো পার্কে। চাইলে পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই পার্কটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Taki Eco Park: ইছামতীর তীরে বাংলাদেশ সীমান্তে সবুজে ঘেরা মনোরম পরিবেশে ঘুরতে চলে আসুন টাকিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল