এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। জলাশয়ের চারিপাশে গড়ে উঠেছে ছোট ছোট অনেকগুলি কটেজ। পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি আছে। পার্কের ভিতরেই শিশুদের জন্য গড়ে উঠেছে খেলনা ও দোলনার উপকরণ।
আরও পড়ুন ঃসুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ দিল দমকল বাহিনীর
advertisement
অনেকেরই পছন্দের তালিকায় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত টাকির এই ইকোপার্ক।
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দু’ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ইকো পার্কে। চাইলে পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই পার্কটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে৷
জুলফিকার মোল্যা