North 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ দিল দমকল বাহিনীর

Last Updated:

এদিন বসিরহাটের হাড়োয়ার স্বাস্থ্যকেন্দ্রে দমকল বাহিনীর উদ্যোগে স্বাস্থ্যকর্মী ও এলাকার মহিলাদের নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

+
title=

বসিরহাট: আগুন থেকে রক্ষা পেতে হাতে কলমে প্রশিক্ষণ দমকল বাহিনীর। আগুন কাকে না পোড়ায়! সেই আগুনের হাত থেকে তাই আমরা সকলে নিরাপদ থাকতে চাই। নিরাপদে থাকার দায়িত্ব যদি সাধারণ মানুষই পালন করেন, তাহলে এড়ানো যায় অনেক বিপদ। আর সেজন্য বসিরহাট মহাকুমা জুড়ে বিভিন্ন জায়গায় দমকল বাহিনীর উদ্যোগে চলছে অগ্নিনির্বাপণ বিষয়ক সচেতনতা শিবির।
এদিন বসিরহাটের হাড়োয়ার স্বাস্থ্যকেন্দ্রে দমকল বাহিনীর উদ্যোগে স্বাস্থ্যকর্মী ও এলাকার মহিলাদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বসিরহাট মহাকুমার সুন্দরবন অঞ্চলের বেশ কিছু অংশে প্রত্যন্ত এলাকায় নদী পথ পেরিয়ে সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছানো সম্ভব হয় না। আবার বেশ কিছু জায়গায় দমকলে খবর দেওয়া হলেও, অনেক সময়ই বাহিনী পৌঁছতে পৌঁছতে পুড়ে ছাই হয়ে যায় সব। এ অভিজ্ঞতা নতুন কিছু নয়।
advertisement
advertisement
বসিরহাট সহ বিভিন্ন জায়গার প্রত্যন্ত এলাকায় প্রতি বছরই এমন ঘটনা ঘটে থাকে বেশ কয়েকটি। তা নিয়ে দমকল বাহিনীর আক্ষেপেরও শেষ নেই। তাই সীমান্ত থেকে সুন্দরবনের স্বাস্থ্য কর্মী থেকে মেয়েদের অগ্নিনির্বাপণ নিয়ে সচেতন করতে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবির থেকে বাড়ি, হাসপাতাল কিংবা স্কুলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে গেলে, আগুন সাবধানে কিভাবে নেভাতে হবে, প্রাথমিক অবস্থায় কি করনীয় সেইসব কৌশল শেখানো হয়।
advertisement
যার মাধ্যমে খুব সহজেই আগুন নিভিয়ে ঘর বাড়িসহ বিভিন্ন জিনিস রক্ষা করা যায়। এদিন আগুন নেভানোর বিভিন্ন কৌশল দেখে খুশি মহিলা থেকে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি নিজেরাও আগুন নেভানোর মহড়ায় অংশগ্রহণ করেন। এভাবেই বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে এই ধরনের শিবির করা হবে বলে জানান দমকল দফতরের আধিকারিকরা।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ দিল দমকল বাহিনীর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement