আরও পড়ুন: জঙ্গলের কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! তারপর যা হল
উত্তর ২৪ পরগনার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি চাষ করেছিলেন কৃষকরা। এই বছর ফলন হয়েছিল ভাল। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোটা বিষয়টাই বদলে যায়। গাছের গোড়ায় জল দাঁড়িয়ে পচন শুরু হয় কাঁচা লঙ্কা, ওল, ফুলকপি, বাঁধাকপি, ববরবটি, ঢ্যাড়শ, কাঁকরোল, উচ্ছে, গাঁজর, বিট, পেঁপে, কাঁচকলা সহ একাধিক ফসলের। বৃষ্টি থেমে এবার রোদ উঠলে সেই বিপদ আরও বেড়েছে।
advertisement
ফসলের পচনের এই প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাজারে। সমস্ত সবজির দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়ে গিয়েছে। নিম্নচাপের আগে কাঁচালঙ্কা কেজিপ্রতি ৫০ টাকা ছিল, সেটা হয়েছে একশো টাকারও বেশি। উচ্ছে, বেগুন, বিট, গাজর, বরবটি ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ফসল পচে যেতে থাকায় ক্ষতির মুখে কৃষকরা। সব মিলিয়ে পুজোর আগে পরিস্থিতিটা মোটেও সুখকর নয়।
জুলফিকার মোল্লা