Coochbehar News: জঙ্গলের কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! তারপর যা হল

Last Updated:

নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল মেখলিগঞ্জের জঙ্গল থেকে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায়

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
কোচবিহার: মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায় সরকারি বনাঞ্চলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মধুসূদন বর্মন (৪২)। গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার ডায়েরিও করেছিলেন থানায়। এদিন মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার ও সিআই পূরণ রাইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর মধুসূদন বর্মন ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের কোরতলি এলাকায় নিজের শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রীর সঙ্গে তাঁর বচসা হয়। এরপর মধুসূদন বর্মনের দাদা ও ভাই তাঁকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। পরেরদিন মধুসূদন বর্মন দিদির বাড়িতে যান। সেখানে দিদির কাছ থেকে ২০০ টাকা নিয়ে জামালদহ বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না পেয়ে থানায় ডায়েরি করেছিল পরিবারের সদস্য।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জামালদহ এলাকায় সরকারি বনাঞ্চলে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: জঙ্গলের কাছে যেতেই আঁতকে উঠলেন স্থানীয়রা! তারপর যা হল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement