অনেকের আবার টুপি নিয়ে সারাবছরই বেশ ফ্যাশানবেল থাকতে চান। তবে এবছর গ্রীষ্মের শুরু থেকেই বাজারে টুপির চাহিদা বেশ বেড়েছে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের টুপির দোকানগুলিতে উঁকি মারলে দেখা যাবে রংবেরং-এর হরেকরকমের টুপির পসরায় ভরপুর। বাজারে এত বেশি টুপির ধরন রয়েছে, যার উত্স কোথায়, তা খুঁজে পাওয়া কঠিন। আর গরমের দাবদাহে টুপির বিক্রি-বাট্টা বাড়ায় বিক্রেতাদের মুখে চওড়া হাসি।
advertisement
গরমকালে এটি একটি মৌলিক প্রয়োজন। এটি আপনাকে স্টাইলিশ রাখার পাশাপাশি গরমের তাপ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে টুপির সম্ভারে আধুনিকতার ছোঁয়া, নতুন নতুন স্টাইলিশ টুপির আমদানি হচ্ছে। বসিরহাটের টুপি বিক্রেতা দীপঙ্কর চক্রবর্তী জানান, “টুপি বিক্রি সারাবছরই কম-বেশি থাকে। তবে গ্রীষ্মের সময় টুপির চাহিদা একটু বেশিই থাকে।” সব মিলিয়ে গরমে টুপির বাজার যেন একটু জমজমাট।
জুলফিকার মোল্যা