আরও পড়ুন Avocado: দামি বিদেশী ফল এবার ফলবে বাংলার মাটিতে!
তার আগে এদিন ক্লাবের অন্যতম কর্মকর্তা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে দেখা গেল গণেশ বন্দনায়। এবছর দ্বিতীয় বর্ষ এই পুজোর। গজাননের সুদীর্ঘ মূর্তিতে ফুল মিষ্টি মালা সহযোগে চলল পুজো। লাড্ডুর পাশাপাশি মোদক ও ভোগ হিসাবে দেওয়া হয় গণপতিকে। এরপর, পুরোহিতের শুদ্ধ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মন্ত্রী সুজিত বসু ধরা দিলেন লাল পাঞ্জাবীতে।
advertisement
ক্লাব প্রাঙ্গনে এই দিনের গণেশ পুজোর আয়োজন করা হয়। সুজিত বসু ছাড়াও এদিন ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মহিলাদেরও দেখা যায় পুজোর কাজ করতে। পুজোর শেষ পর্যায়ে গণপতির সামনে আরতি করতেও দেখা যায় মন্ত্রীকে। মন্ত্রি সুজিত বসু জানান, আগে মহারাষ্ট্র ও অন্যান্য জায়গায় গণেশ পূজার চল থাকলেও, বর্তমানে বাংলায় ব্যাপক পরিমাণে হচ্ছে গণেশ পুজোর উৎসব। আর তাই এলাহি আয়োজনের মধ্যে দিয়েই হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো। দুপুরে হবে ভোগ বিতরণ।
Rudra Narayan Roy