আরও পড়ুন: স্কুলে না এলেও পরীক্ষায় বসতে দিতে হবে! পড়ুয়াদের হয়ে আসরে অভিভাবকরা
এমন দুর্গন্ধের মধ্যে ক্লাস করতে না পেরে স্কুল ছুটি দিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্কুলের সামনে এভাবে নোংরা আবর্জনা পড়ে থাকার কথা প্রশাসনকে জানালেও কোনও সুরাহা হয়নি বলেই দাবি স্কুল কর্তৃপক্ষের।
advertisement
ছোট ছোট ছেলেমেয়েদের পাশাপাশি এই গন্ধের অত্যাচারে নাজেহাল শিক্ষকরাও। এই অবস্থার জন্য যাদের দিকে অভিযোগের আঙুল তারা যেন ব্যাপারটা নিয়ে ততটাও সিরিয়াস নয়। বারাসত পুরসভার দাবি, কিছুদিন ধরে গোটা বারাসতজুড়েই আবর্জনা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এটা কোনও ব্যতিক্রম ঘটনা নয়। পাশাপাশি পুর কর্তৃপক্ষের যুক্তি, হরিমোহন নাথ আদর্শ বিদ্যাপীঠের সামনে যে আবর্জনা জমেছে তা পুরোটাই স্কুলের মিড ডে মিলের বেঁচে যাওয়া অংশ ফেলা থেকে তৈরি হয়েছে। যদিও পুরসভার এই যুক্তি মানতে রাজি নন অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরা। তাঁরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলেছেন।
রুদ্রনারায়ণ রায়