Hooghly News: স্কুলে না এলেও পরীক্ষায় বসতে দিতে হবে! পড়ুয়াদের হয়ে আসরে অভিভাবকরা
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
উপস্থিতির হার কম থাকায় পড়ুয়াদের একাংশকে পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুগলির স্কুল। প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ
হুগলি: ছেলেমেয়েরা স্কুলে আসে না। ফলে উপস্থিতির হার বেশ খারাপ। পরিস্থিতি বদলাতে কঠোর হয়েছে স্কুল। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনে স্কুলে না আসা পড়ুয়াদের পরীক্ষায় না বসতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতেই ভেজায় চটেছেন অভিভাবকরা। স্কুলের না এলেও সন্তানদের পরীক্ষায় বসতে দিতে হবে, এমন দাবি নিয়ে উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।
মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী প্রতিটি পড়ুয়ার ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক। তার কম উপস্থিতি থাকলে স্কুল কর্তৃপক্ষ চাইলে তাকে পরীক্ষায় বসতে না দিতে পারে। হুগলির অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অভিজিৎ পালের বক্তব্য, স্কুলের বহু ছেলেমেয়ে নিয়মিত ক্লাসে আসে না। তাই তাঁরা ঠিক করেছেন এই বছর যাদের উপস্থিতির হার ৫০%-এর কম সেই সকল পড়ুয়াদের প্রি-টেস্টে বসতে দেওয়া হবে না। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকরা। প্রায় কয়েকশো অভিভাবক প্রধান শিক্ষকের ঘরের সামনে জড়ো হয়ে প্রবল বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
ক্লাস না করেও ছেলেমেয়েদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানানো অভিভাবকদের সাফাই, স্কুলে এলেও নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকরা ক্লাসে না আসায় পড়াশোনা না করেই বাড়ি চলে যেতে হয় পড়ুয়াদের। তাই উপস্থিতির হার কমছে। এই অবস্থায় সকলকে পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানান তাঁরা।
যদিও উত্তরপাড়ার এই স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রতি বছর অভিভাবকরা একই ধরনের অনুরোধ করেন। কিন্তু প্রতিশ্রুতি দিলেও তাঁদের সন্তানরা নিয়মিত স্কুলে আসে না। তাই এবার কঠোর পদক্ষেপ করা হয়েছে, যাতে দীর্ঘ মেয়াদে ছেলেমেয়েদের ভাল হবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2023 2:23 PM IST







