উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল তপন নাথের বিরুদ্ধে। তাঁর সাড়ে পাঁচ কাঠা জমির মাপের ওই পুকুরটি বুজিয়ে ফেলার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়। অসৎ উপায়ে প্রথমে জমির চরিত্র বদল করে তাকে পুকুর থেকে বাস্তুতে পরিবর্তন করা হয়েছিল। এরপর ৮৬ লক্ষ টাকায় এই পুকুর প্রোমোটার চক্রের হাতে অভিযুক্ত তপন নাথ বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেতেই প্রতিবাদ করেন। তাঁরা পুলিশ থেকে শুরু করে বিএলআরও অফিস সর্বত্র অভিযোগ জানান।
advertisement
আরও পড়ুন: বারুইপুর স্টেশনে লাইন মেরামতকারী ট্রেনের বগি লাইনচ্যুত
প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এই পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশকে অমান্য করেই রাতের অন্ধকারে বালি মাটি ছেলের দ্রুতপুকুরটি বুঝিয়ে ফেলার কাজ করছিল প্রমোটার চক্র। এদিকে পরিবেশের ভারসাম্য নষ্টের আশঙ্কায় ওই পুকুরটি ভরাট করতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এই নিয়ে বিক্ষোভও দেখান। বিষয়টি জানতে পেরে বসিরহাটের পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরী ওই পুকুরের জমির চরিত্র জানার চেষ্টা করেন। তিনি খোঁজে জানতে পারেন বেআইনিভাবে পুকুরটির জমির চরিত্র বদল করা হয়েছে।
এরপরই প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বয়ে ওই পুকুর ভরাট একেবারে বন্ধ করে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ১৫ দিনের মধ্যে সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। সেই নির্দেশ মত শুক্রবার বসিরহাটের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে আধিকারিক, পুলিশ ও বসিরহাট পুরসভার পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরী ম্যাজিস্ট্রেটকে নিয়ে পৌঁছন। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বালি ও মাটি তোলার কাজ শুরু হয়। প্রশাসনের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা।
জুলফিকার মোল্লা