এবারে তাদের ভাবনা রীতিমতো সকল বয়সের মানুষের পাশাপাশি বিশেষ উৎসাহ দেবে শিশুদের। আলোর খেলা যেমন থাকবে রাতের অন্ধকারে তেমনি সকালে আরেক রকমের চিত্র ধরা পড়বে গোটা প্যান্ডেলে এমনটাই জানালেন শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন: মঙ্গলবার কোনও শুভ কাজ করা কী উচিত? এই বার কী অশুভ? জানলে বদলে যাবে মত
advertisement
এবার দুর্গাপুজোর প্যান্ডেল রূপ পাবে প্যারিসের ডিজনিল্যান্ড এর। বিদেশের এই আকর্ষণীয় স্থান এক টুকরো যেন ফুটে উঠবে শ্রীভূমির স্পোটিং-এ। জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি এদিন খুঁটি পুজোরও আয়োজন করা হয় শ্রীভূমিতে। আর এদিনই প্যারিসের ডিজনি ল্যান্ডের মডেল উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন টলি পাড়ার অঙ্কুশ ঐন্দ্রিলা, সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, মেয়র কৃষ্ণ চক্রবর্তী সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা। এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোনো না কোনো চমক থাকে।
আরও পড়ুন:
কোন সময় বাহুবলির সেট, কখনো পদ্মাবত, কখনও আবার পুরীর মন্দির গত বছর করা হয়েছিল রোমের ভাটিকান সিটি। প্রতিবছরই রাজ্যে বাসির বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। আর এ বছরের তাদের এই ভাবনা বিশেষ আকর্ষণ লাভ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। গোটা এলাকা সাজিয়ে তোলা হবে রংবেরঙের আলোয়। আর তাই প্রতিবছরই এই পুজো ঘিরে দর্শনার্থীদের আলাদা আকর্শন থাকে, যার জেরে বাড়তি ভির সামলা দিতে পুলিশ প্রশাসনকে রীতিমত হিমশিম খেতে হয়। পুজোর ৫১ বছর হওয়ার, প্রতিমা এবার সোনায় মোরা থাকবে বলে জানান মন্ত্রী সুজিত বোস। জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর মধ্য দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫১ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেলো রথযাত্রার দিনে।
Rudra Narayan Roy