Specialty And Importance Of Tuesday: মঙ্গলবার কোনও শুভ কাজ করা কী উচিত? এই বার কী অশুভ? জানলে বদলে যাবে মত!
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
specialty and importance of Tuesday : কোনও কোনও দিনকে বিশেষ শুভ মনে করা হয়, কোনও কোনও দিনে রয়েছে কিছু বিধি নিষেধ।
নয়া দিল্লি: ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশের গ্রহ তারকার প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর। গ্রহ তারকাই স্থির করে দেয় পৃথিবীর মানুষের ভাগ্য। আবার সপ্তাহের দিনগুলিও গ্রহের নামে নামাঙ্কিত। লোকবিশ্বাস অনুযায়ী, এই দিনগুলিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনও কোনও দিনকে বিশেষ শুভ মনে করা হয়, কোনও কোনও দিনে রয়েছে কিছু বিধি নিষেধ। এমনকী এক স্থান থেকে অন্য স্থানে এই বিধির কিছু কিছু পরিবর্তনও দেখা যায়।
মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মত প্রচলিত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এই মঙ্গলবার। মঙ্গল শব্দটির অর্থই হল শুভ, এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত। কিন্তু অনেক জায়গাতেই মানুষ বিশ্বাস করেন এই দিনে কোনও ভাল কাজ শুরু করা উচিত নয়। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও শুভ নয় বলে মনে করা হয়।
advertisement
advertisement
কিন্তু এই ধারণার সত্যাসত্য কতখানি! তা নিয়ে বেশির ভাগ মানুষের মনেই সন্দেহ রয়েছে। তবে সাধারণ মানুষের মনের দুর্বলতা তাঁদের এই সব বিশ্বাসের দিকে চালিত করে। অনেকেই যা শোনেন, তা বিশ্বাস করে ফেলেন। তখন সেই মতের উপর একটা আপাত সত্য চেপে বসে।
আসলে শাস্ত্র মতে, মঙ্গলবারকে খুবই শুভ দিন হিসেবে গণ্য করা হয়। সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলোতে ভক্তদের ভিড় থাকে। লোক বিশ্বাস অনুযায়ী, মঙ্গলবার যদি কেউ তাঁর জীবনে কোনও পরিবর্তন কামনা করেন তবে পরিবর্তন হবেই। কিছু লোক বিশ্বাস করেন যদি সৌভাগ্যের প্রতীক এমন কোনও বস্তু এই দিনে কেনা হয় যেমন শাড়ি, গয়না, সাজসজ্জার জিনিস, তাহলে আরও একটি পাওয়া যাবে।
advertisement
আসলে যেকোনও ভাল কাজ যেকোনও সময়, সপ্তাহের যেকোনও দিন করা যেতে পারে। শুধু নিজের মনে ভাল আকাঙ্ক্ষা রাখতে হবে, সৎ ও শুভ চিন্তা রাখতে হবে। মঙ্গলবার শুভ নয় এমন কথা কোনও কিংবদন্তীতে বলা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিন থেকে সপ্তাহ শুরু করা হয়। আবার অনেক দেশে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ মঙ্গলবার থেকেই শুরু হয়। অস্ট্রেলিয়ায় রিজার্ভ ব্যাঙ্কে বোর্ডের সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মেলবোর্নে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2023 2:07 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Specialty And Importance Of Tuesday: মঙ্গলবার কোনও শুভ কাজ করা কী উচিত? এই বার কী অশুভ? জানলে বদলে যাবে মত!












