Bangla News : লাশঘরে ঘুরছেন বাবা-মা! হয়ত বেঁচে নেই কেউ! মৃত ছেলেদের ফেরার অপেক্ষায় দুই পরিবার
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Bangla News : ছেলেদের জীবিত ফেরত আসার আশা কার্যত ছেড়েই দিয়েছে পরিবার ৷ তবুও যদি ফেরত আসে এই আসাতেই এখন দিন গুনছে পরিবার ৷ মন্দিরে মায়ের সামনে আকুতি ছেলেকে ফিরিয়ে দেওয়ার ৷
সোনারপুর : ছেলেদের জীবিত ফেরত আসার আশা ছেড়েই দিয়েছে পরিবার ৷ তবুও যদি ফেরত আসে এই আশাতেই এখন দিন গুনছে পরিবার ৷ মন্দিরে ঠাকুরের সামনে আকুতি ছেলেকে ফিরিয়ে দেওয়ার ৷ অক্ষয় মিস্ত্রির আসল বাড়ি জয়নগরের নিমপীঠে ৷ বর্তমানে অবশ্য পরিবারের সবাই থাকে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় ৷ অন্যদিকে দীপঙ্কর মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনা থানা এলাকার ন্যাজাট এলাকায় ৷ বছর চারেক আগে বৈকুন্ঠপুরে মামার বাড়িতে থেকে পড়াশুনা করার জন্য এসেছিল দীপঙ্কর ৷
একই এলাকায় থাকার সুবাদে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল ৷ ‘দুজনেরই পরিবার না চাইলেও পরিবারের বাধা উপেক্ষা করেই দুই বন্ধু মিলে কাজের আশায় পাড়ি দিয়েছিল ৷ ২রা জুন তারা বাড়ি থেকে বেরিয়ে করমণ্ডলে চেপেছিল ৷ সেদিনও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছে ৷ তারপর আর হঠাৎ আসে ট্রেন দুর্ঘটনার খবর ৷ বারবার ফোন করলেও রিং হয়ে গিয়েছে ফোনে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: কুলার বা এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে ঘর কি বেশি ঠান্ডা হবে? কোথায় হচ্ছে ভুল? জানলে চমকে যাবেন
গয়না বন্ধক দিয়ে, পাড়া থেকে আর্থিক সাহায্য তুলে তারা পরিবারের লোক পাড়ি দিয়েছিল দুর্ঘটনাস্থলে ৷ এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল, লাশঘর ঘুরেও কোনও হদিস মেলেনি ৷ এখন হয়ত বেওয়ারিশ লাশ হয়ে ঘুরছে তাদের ছেলে ৷ ওড়িশা সরকারের নির্দেশে দুই পরিবারের সদস্য গিয়ে ডিএনএ পরীক্ষা করিয়ে এসেছে ৷ যদি কোনও মৃতদেহের সঙ্গে ডিএনএ টেস্টের রিপোর্ট মেলে অন্তত শেষবারের মতন হলেও দুই পরিবারই নিজেদের সন্তানকে ফিরিয়ে আনতে চান বাড়িতে ৷ এই অপেক্ষাতেই এখন দিন গুনছে দুই পরিবারই ৷
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News : লাশঘরে ঘুরছেন বাবা-মা! হয়ত বেঁচে নেই কেউ! মৃত ছেলেদের ফেরার অপেক্ষায় দুই পরিবার