TRENDING:

Sreebhumi Durga Puja 2023 Theme: শ্রীভূমির ডিজনিল্যান্ড এবার হাবরার প্রফুল্লনগরে! দুর্গা পুজোর আগেই থিম বিতর্ক!

Last Updated:

Sreebhumi Durga Puja 2023 Theme: দুর্গা পুজোয় থিম নিয়ে এসব কী ঘটছে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দিন কয়েক আগেই খুঁটি পূজার মধ্য দিয়ে ঘটা করে উদ্বোধন হয়েছে এবছরের দুর্গা পুজোর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম। আর সেই পুজোর থিমেই এবার উঠে আসবে প্যারিসের আকর্ষণীয় ডিজনিল্যান্ড। কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম এই ক্লাবের থিমে বিশেষ নজর থাকে রাজ্যবাসির। তবে এবার সেই থিমের ভাবনা প্রকাশ্যে আসতেই, তৈরি হল বিতর্ক। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা আসতে এখনও বাকি প্রায় তিন মাসের মত। সেই জায়গায় দাঁড়িয়ে বহু ক্ষেত্রেই পুজো উদ্যোক্তারা খুঁটিপুজো সম্পন্ন করে চূড়ান্ত করেছেন এবছর পুজোর ভাবনা চিন্তা। তবে এবছর থিম পুজোর প্রেক্ষাপটে রীতিমতো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মফস্বল শহর হাবরার প্রফুল্লনগরের ৭৩ বছরের প্রাচীন এক পুজো।
advertisement

তবে কিভাবে কেন এই চ্যালেঞ্জের প্রসঙ্গটি আসল তা খোলসা করা যাক। কলকাতার থিম পুজোর বিষয়বস্তু উদ্যোক্তারা অনেকটাই রাখ ঢাক করে রাখেন, যা ঘুনাক্ষরেও টের পাননা অন্যান্য পূজা উদ্যোক্তারা। তবে এবছর শ্রীভূমির পুজোর থিম প্যারিসের ডিজনি ল্যান্ড জনসমক্ষে আসার অনেক আগেই, হাবড়ার আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড দুর্গাপুজো কমিটির তরফে এবছরের তাদের দুর্গা পুজোর থিম প্যারিসের ডিজনিল্যান্ড এর ভাবনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। আর এ বছরের থিম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজ। গোটা মণ্ডপ  প্যারিসের ডিজনি ল্যান্ডের রূপে সাজিয়ে তুলবে কল্যাণগড় ক্রিয়েটিভ ডেকোরেটরস। ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে মডেলও।

advertisement

আরও পড়ুন:  দিঘায় ভরা বর্ষায় জালে উঠল কয়েক লাখ টাকার এই জিনিস? জানলে অবাক হবেন

তবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো স্বনামধন্য এই ক্লাব দুর্গাপুজোয় একই থিম করায় রীতিমতো যেমন আনন্দিত পুজো উদ্যোক্তারা, তেমনি থিমের বিষয়বস্তুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে নামছেন তারা। গতবছর প্রফুল্লনগরের এই পুজো হাবরা প্রশাসনের বিচারে প্রথম স্থান অধিকার করেছিল। থিম হিসেবে ফুটে উঠেছিল থাইল্যান্ডের প্যাগোডা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এই প্যান্ডেল দেখতে।

advertisement

View More

আরও পড়ুন:

তবে এবার শ্রীভূমির পাশাপাশি হাবরা প্রফুল্লনগরে প্যারিসের ডিজনিল্যান্ড দেখতে যে মানুষের ভিড় উপচে পড়বে তেমনটাই আশা করছেন উদ্যোক্তারা। পুজো কমিটির তরফ থেকে বিষয়টি নিয়ে আরও বিশদে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে। এমনকি বিশেষ গেট পাসের বন্দোবস্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন দেখার নিখুঁতভাবে প্যারিসের আকর্ষণীয় ডিজনিল্যান্ড ফুটিয়ে তুলতে কতটা সার্থক হয়, শ্রীভূমি স্পোর্টিং এর পাশাপাশি হাবড়ার প্রফুল্লনগর এর এই পুজো। বাজেটের বিষয়টি নিয়েও ইতিমধ্যে মুখে কুলুপ এটেছেন উদ্যোক্তারা। শ্রীভূমির মত রাতে দর্শকদের মনোরঞ্জন করতে বিশেষ আলোর বন্দোবস্ত করা হচ্ছে এই মণ্ডপ সাজিয়ে তুলতে বলেও জানা গিয়েছে। এবছরের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কতটা সারা ফেলে জেলার দু প্রান্তের প্যারিসের ডিজনিল্যান্ড এখন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sreebhumi Durga Puja 2023 Theme: শ্রীভূমির ডিজনিল্যান্ড এবার হাবরার প্রফুল্লনগরে! দুর্গা পুজোর আগেই থিম বিতর্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল