তবে কিভাবে কেন এই চ্যালেঞ্জের প্রসঙ্গটি আসল তা খোলসা করা যাক। কলকাতার থিম পুজোর বিষয়বস্তু উদ্যোক্তারা অনেকটাই রাখ ঢাক করে রাখেন, যা ঘুনাক্ষরেও টের পাননা অন্যান্য পূজা উদ্যোক্তারা। তবে এবছর শ্রীভূমির পুজোর থিম প্যারিসের ডিজনি ল্যান্ড জনসমক্ষে আসার অনেক আগেই, হাবড়ার আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড দুর্গাপুজো কমিটির তরফে এবছরের তাদের দুর্গা পুজোর থিম প্যারিসের ডিজনিল্যান্ড এর ভাবনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। আর এ বছরের থিম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজ। গোটা মণ্ডপ প্যারিসের ডিজনি ল্যান্ডের রূপে সাজিয়ে তুলবে কল্যাণগড় ক্রিয়েটিভ ডেকোরেটরস। ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে মডেলও।
advertisement
আরও পড়ুন: দিঘায় ভরা বর্ষায় জালে উঠল কয়েক লাখ টাকার এই জিনিস? জানলে অবাক হবেন
তবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো স্বনামধন্য এই ক্লাব দুর্গাপুজোয় একই থিম করায় রীতিমতো যেমন আনন্দিত পুজো উদ্যোক্তারা, তেমনি থিমের বিষয়বস্তুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে নামছেন তারা। গতবছর প্রফুল্লনগরের এই পুজো হাবরা প্রশাসনের বিচারে প্রথম স্থান অধিকার করেছিল। থিম হিসেবে ফুটে উঠেছিল থাইল্যান্ডের প্যাগোডা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এই প্যান্ডেল দেখতে।
আরও পড়ুন:
তবে এবার শ্রীভূমির পাশাপাশি হাবরা প্রফুল্লনগরে প্যারিসের ডিজনিল্যান্ড দেখতে যে মানুষের ভিড় উপচে পড়বে তেমনটাই আশা করছেন উদ্যোক্তারা। পুজো কমিটির তরফ থেকে বিষয়টি নিয়ে আরও বিশদে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে। এমনকি বিশেষ গেট পাসের বন্দোবস্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন দেখার নিখুঁতভাবে প্যারিসের আকর্ষণীয় ডিজনিল্যান্ড ফুটিয়ে তুলতে কতটা সার্থক হয়, শ্রীভূমি স্পোর্টিং এর পাশাপাশি হাবড়ার প্রফুল্লনগর এর এই পুজো। বাজেটের বিষয়টি নিয়েও ইতিমধ্যে মুখে কুলুপ এটেছেন উদ্যোক্তারা। শ্রীভূমির মত রাতে দর্শকদের মনোরঞ্জন করতে বিশেষ আলোর বন্দোবস্ত করা হচ্ছে এই মণ্ডপ সাজিয়ে তুলতে বলেও জানা গিয়েছে। এবছরের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কতটা সারা ফেলে জেলার দু প্রান্তের প্যারিসের ডিজনিল্যান্ড এখন সেটাই দেখার।
Rudra Narayan Roy