শাস্ত্রমতে হিন্দু ধর্মে সাধারণত তিন ধরনের কালীপুজোর উল্লেখ রয়েছে। দীপান্বিতা কালীপুজো, ফলহারিনী কালীপুজো ও রটন্তী কালীপুজো। ফলে রটন্তী কালীপুজোয় বহু ভক্ত দক্ষিণেশ্বর মন্দির এসে মায়ের কাছে পুজো দিতে চান। মন্দিরেও চলে বিশেষ পুজো অর্চনা। সন্ধে এগিয়ে আসতেই বাড়তে শুরু করেছে ভক্তদের ভিড়। শুধু তাই নয়, এই বিশেষ পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
advertisement
গত কয়েক দু'বছর করোনা জন্য সেভাবে রটন্তী কালীপুজো করা যায়নি। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরি কালীপুজোর নিয়ম কানুন পালন করেছিলেন, সেখানে ভক্তদের বিশেষ একটা প্রবেশের অনুমতি ছিল না। তাই এইবছর উৎসাহ একটু বেশি। এবার বাহারি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গন। পাশাপাশি সন্ধেতে বিশেষ গঙ্গা আরতিরও ব্যবস্থা করা হয়েছে। এমনিতে প্রতিদিনই দক্ষিণেশ্বরে মিনিট ১৫ এর জন্য গঙ্গা আরতি হয়। তবে এদিন অনেক বেশি সময় ধরে বিশেষ ধরনের গঙ্গা আরতির ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: 'চে-র ছবি বুকে নিয়ে ঘুরলে হবে না, তাঁর আদর্শকে নিয়ে আসতে হবে', হুগলিতে গিয়ে বললেন চে কন্যা
দক্ষিণেশ্বর মন্দির কমিটির তরফ থেকে কুশল চৌধুরী জানান, পুজো উপলক্ষে বিশেষ আয়োজনের বন্দোবস্ত করা হয়। বহু মানুষ লাইনে দাঁড়িয়ে মা-কে পুজো দেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে গোটা মন্দির প্রাঙ্গণকে রং বেরঙের আলোয় সাজানো হয়েছে। এদিন কয়েক হাজার ভক্ত এই বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। সকাল থেকেই লাইন দিয়ে পুজো দিচ্ছেন হাজার হাজার ভক্ত।
রুদ্রনারায়ণ রায়