TRENDING:

North 24 Parganas News: জল অপচয় বন্ধ করতে সুন্দরবনে বিশেষ প্রদর্শনী

Last Updated:

কীভাবে জলের অপচয় বন্ধ করতে হবে তা বিশেষ প্রদর্শনীর মাধ্যমে শেখানো হল সুন্দরবনের মানুষকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জল অপচয় বন্ধ করতে বিশেষ প্রদর্শনী সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। এমনিতেই সুন্দরবন এলাকায় পানীয় জলের সঙ্কট অত্যন্ত তীব্র। আর তাই কীভাবে জল অপচয় বন্ধ করে নিজেদের প্রয়োজন ঠিকঠাকভাবে মিটিয়ে নেওয়া যায় সেটাই হাতে-কলমে শেখানো হল এখানকার মানুষকে।
advertisement

জল সংরক্ষণ নিয়ে গোটা বিশ্বজুড়ছ প্রচার চলছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম পানের জন্য পর্যাপ্ত জল পাবে না বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই বিষয়টি মাথায় রেখে জল অপচয় বন্ধ করতে সক্রিয় হয়েছে সরকারও। জল জীবন মিশনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে জল সংযোগের ব্যবস্থা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

advertisement

আরও পড়ুন: জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফরেনসিক দল, সংগ্রহ করল নমুনা

কেন্দ্রের এই উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে রাজ্য সরকার‌ও। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে জলের অপচয় বন্ধ নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় সুন্দরবন গ্রামীণ মেলায়। সন্দেশখালিতে আয়োজিত সুন্দরবন গ্রামীণ মেলায় এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে জলের অপচয় বন্ধের বিষয়ে বার্তা দেওয়া হয়।

advertisement

View More

এই প্রদর্শনীতে কী নেই! জল জীবন মিশন প্রজক্টের মাধ্যমে জল পাম্প থেকে বাড়িতে বাড়িতে কীভাবে পৌঁছবে তা মডেল আকারে বোঝানো হয়। পাশাপাশি কীভাবে জল অপচয় বন্ধ করতে হবে তা একটি ছবির মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। এই মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জল অপচয় বন্ধ করতে সুন্দরবনে বিশেষ প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল