হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ কাণ্ডে এবার ফরেনসিক তদন্ত

South 24 Parganas News: জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফরেনসিক দল, সংগ্রহ করল নমুনা

X
title=

জয়নগরের মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে চারজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে এলাকায় গেল ফরেনসিক দল, সংগ্রহ করল নমুনা

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার তদন্তে নামল ফরেনসিক দল। মঙ্গলবার ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন ৫ সদস্যের ফরেনসিক দল। তাঁরা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন। ফরেনসিক দলের সঙ্গে ঘটনাস্থলে যান জয়নগর থানার সিআই দেবাঞ্জন সেন, বকুলতলা থানার ওসি তাপস মণ্ডল সহ পুলিশের বিশেষ টিম। ফরেনসিক দলের সদস্যরা এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন।

রবিবার রাতে জয়নগর বিধানসভার বাটরা এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল ওই অনুষ্ঠান দেখতে। বসেছিল মেলা। সেখানেই গ্যাস বেলুন বিক্রি করছিলেন মুচিরাম হালদার। হঠাৎই ঐ গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। ওই ঘটনায় বেলুন বিক্রেতা সহ চারজন মারা যান। আহত হন প্রায় ১০ জন।

আরও পড়ুন: পোস্টে পোস্টে তারের জঙ্গল, মাথার উপর ঝুলছে শমন! আতঙ্কে বাঁচছে কোন্নগর

মঙ্গলবার সেই ঘটনার তদন্তে করতে আসে ফরেনসিক দল। এদিকে ওই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই থমথম করছে গোটা এলাকা। মেলার মাঠে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গ্যাস বেলুন বিক্রেতার নানান সামগ্রী। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। তবে এই ধরনের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিক্রি করতে দেওয়া হল কেন তাই নিয়ে ইতিমধ্যে গ্রামবাসীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর আগেও রাজ্যের বিভিন্ন মেলাতে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তা থেকে কেন শিক্ষা নেওয়া হল না সেটাই ভাবাচ্ছে সবাইকে।

এই ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হককে পাশে নিয়ে এই বিষয়ে বলেন, এই ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। যেকোনও মৃত্যুই কাম্য নয়। আমি একজন সাংসদ হিসাবে মৃতদের পরিবারের পাশে আছি। ইতিমধ্যে রবিবার রাতের ওই ঘটনার পরে সোমবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।

সুমন সাহা

Published by:Kaustav Bhowmick
First published: