হোম /খবর /হুগলি /
বিদ্যুতের তার হঠাৎ মাথায় ঠেকলে কী হবে? কোন্নগরে ক্রমশ ঘিরে ধরছে আতঙ্ক

Hooghly News: পোস্টে পোস্টে তারের জঙ্গল, মাথার উপর ঝুলছে শমন! আতঙ্কে বাঁচছে কোন্নগর

X
title=

পোস্টে পোস্টে তারের জঙ্গল, মাথার উপর ঝুলছে খোলা তার! যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনও বিপদ। তবু হুঁশ নেই কারোর। ফলে প্রাণ হাতে করে নিয়ে বাঁচছে কোন্নগরের মানুষ

  • Share this:

হুগলি: রাস্তার মোড়ে মোড়ে তারের জঙ্গল। কোথাও ঝুলছে বিদ্যুতের কাটা তার। তাতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা কেউ জানে না। এমনই বিপজ্জনক পরিস্থিতি কোন্নগরের মোড়ে মোড়ে। এদিকে আর কয়েক মাসের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। কারণ বর্ষা শুরু হলে বিভিন্ন জায়গায় এই তার থেকেই শর্ট সার্কিট হয়ে কোন বড় বিপদ ঘটে যেতে পারে। গত কয়েক বছরে এইভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবু তার থেকে শিক্ষা নেয়নি কেউ।

এইভাবে যত্রতত্র বিদ্যুতের তারের জঙ্গলের ব্যাপারে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এক্ষেত্রে প্রশাসনের উদাসীন মনোভাব তাঁদের ক্ষোভ আরও বাড়িয়েছে। এই বিষয়ে স্থানীয় এক দোকানদার জানান, তারের জঙ্গলের কারণে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা। ইলেকট্রিক পোস্টে আগুন লাগে যাওয়ার মত ঘটনা প্রায়সই ঘটছে। জিটি রোড থেকে কোন্নগর স্টেশন কানেক্টর যে রাস্তা, সেই রাস্তার দু'ধারে ইলেকট্রিক পোস্টে তারের জঙ্গল। শুধু তাই নয় অনেক জায়গায় ঝুলছে খোলা তার। কোথাও কোথাও তার ঝুলতে ঝুলতে এমন জায়গায় চলে এসেছে যে কোন‌ও সময় তা মানুষের মাথায় ঠেকে যেতে পারে!

আরও পড়ুন: কান্দির যশোহরি আনুখা-১ পঞ্চায়েতের গত পাঁচ বছরের রিপোর্ট কার্ড

স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রায়শই খবরে দেখা যায় খোলা বিদ্যুতের তারের জন্য প্রাণ হারিয়েছেন মানুষজন। কোন্নগর শহর জুড়ে বিভিন্ন জায়গায় এইরকম খোলার তার পড়ে আছে। বিশেষ করে ক্রাইফার রোডের উপরে অবস্থিত একটি জায়গায় বিদ্যুতের খোলা তার হাই টেনশন লাইনের উপর থেকে ঝুলছে। ফলে যে কোনদিন বিপদ ঘটতে পারে।

এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, লাইট পোস্ট তারের জঙ্গলের বিষয়টি সিইএসসি-র আওতায় পড়ে। এটা পুরসভার এক্তিয়ারের বাইরে। যদিও তিনি খোলা তার এবং তারের জঙ্গলের ঘটনার কথা স্বীকার করে নেন। জানান, এটা যদি পুরসভার এক্তিয়ারের মধ্যে থাকত তাহলে সাধারণ মানুষের জন্য তিনি আগেই সেই কাজ করে ফেলতেন। কিন্তু যেহেতু এটি এক্তিয়ারের বাইরে তাই তিনি কিছু করতে পারছেন না। তবে বিষয়টি সিএসসিকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

রাহী হালদার

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Hooghly news