বুধবার বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের আয়োজন করা হয়েছিল। মনীষাঙ্গন প্রাঙ্গণে পথ নিরাপত্তা সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি ব়্যালির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় সকলকে। এই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, ডিএসপি (ট্রাফিক) মলয় কুমার দাস, বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: কয়লা চুরি হচ্ছে কিনা এবার তা নজর রাখবে ড্রোন!
সীমান্ত শহর বনগাঁয় প্রতিদিন বহু মানুষের যাতায়াত। ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। এই পথ দুর্ঘটনা থেকে পথ চলতি মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মভঙ্গ করে বাইক চালানো আরোহীদের নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়। তবে প্রশাসনের একাংশ মনে করছেন, আগের তুলনায় আমজনতার মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে। পুলিশের তৎপরতাতেই তা সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারির ফলেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও এই নজরদারি চালানো হবে বলে জানান হয়েছে পুলিশের তরফ থেকে।
রুদ্রনারায়ণ রায়